পাসপোর্ট রেনু করার খরচ কত? রেনু করার নিয়ম

আপনি যদি পাসপোর্ট রিনিউ করতে চান কিংবা রেনু করতে চান, সে ক্ষেত্রে নির্ধারিত পরিমাণ পাসপোর্ট রেনু করার খরচ দেয়ার মাধ্যমে পাসপোর্ট রিনিউ করার কাজ সম্পন্ন করতে হবে।

এক্ষেত্রে, যেকোনো মেয়াদের পাসপোর্ট পুনরায় মুদ্রণ কিংবা সেই পাসপোর্ট এর মেয়াদ বৃদ্ধি করার জন্য যে খরচ বরাদ্দ রয়েছে সেই খরচ কত টাকা?

অর্থাৎ পাসপোর্ট পুনরায় রেনু করার জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে? এ সংক্রান্ত যাবতীয় তথ্য এই আর্টিকেলের বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

পাসপোর্ট রেনু করার খরচ কত টাকা?

সর্বপ্রথম একটি বিষয় বলে রাখা ভালো আর সেটি হল আপনি যদি পাসপোর্ট রেনু করতে চান, তাহলে রেনু করার জন্য যে খরচ বরাদ্দ রয়েছে সেটি নতুন পাসপোর্ট করার জন্য ফি এর অনুরূপ।

অর্থাৎ একটি নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে আপনাকে যে পরিমাণে চার্জ দিতে হয়, ঠিক একই রকমের ফি দেওয়ার মাধ্যমে আপনি পাসপোর্ট রিনিউ করে নিতে পারবেন।

সেজন্য আপনি যদি পাসপোর্ট রিনিউ খরচ সম্পর্কিত তথ্য জেনে নিতে চান, তাহলে সেটি নিচে থেকে জেনে নিতে পারেন।

৫ বছরের মেয়াদ সম্বলিত ৪৮ পাতার পাসপোর্ট ফি

  • নিয়মিত পাসপোর্ট: ১৫ কর্মদিবসের মাঝে প্রদান করা হবে। পাসপোর্ট ফি হলো: ৪,০২৫ টাকা।
  • জরুরী পাসপোর্ট: ৭ কর্মদিবসের মাঝে প্রদান করা হবে। ফি পরিমান: ৬,৩২৫ টাকা।
  • অতি জরুরী পাসপোর্ট: ২ কর্মদিবসের মাঝে প্রদান করা হবে। মোট ফি পরিমান: ৮,৬২৫ টাকা।

১০ বছরের মেয়াদ সম্বলিত ৪৮ পাতার পাসপোর্ট ফি

  • নিয়মিত পাসপোর্ট– ১৫ কর্মদিবসের মাঝে প্রদান করা হয়ে থাকে। মোট ফি’র পরিমাণ: ৫,৭৫০ টাকা
  • জরুরী পাসপোর্ট– ৭ কর্মদিবসের মাঝে প্রদান। ফি পরিমান: ৮,০৫০ টাকা
  • অতি জরুরী পাসপোর্ট– ২ কর্মদিবসের মাঝে প্রদান। ফি পরিমান: ১০,৩৫০ টাকা

৫ বছরের মেয়াদ সম্বলিত ৬৪ পাতার পাসপোর্ট ফি

  • নিয়মিত পাসপোর্ট- ১৫ কর্মদিবসের মাঝে প্রদান করা হবে। ফি পরিমান: ৬,৩২৫ টাকা
  • জরুরী পাসপোর্ট– ৭ কর্মদিবসের মাঝে প্রদান করা হবে। মোট ফি পরিমান: ৮,৩২৫ টাকা
  • অতি জরুরী পাসপোর্ট– ২ কর্মদিবসের মাঝে প্রদান। ফি: ১২,০৭৫ টাকা

১০ বছরের মেয়াদ সম্বলিত ৬৪ পাতার পাসপোর্ট ফি

  • নিয়মিত পাসপোর্ট– ১৫ কর্মদিবসের মাঝে প্রদান। ফি: ৮,০৫০ টাকা
  • জরুরী পাসপোর্ট– ৭ কর্মদিবসের মাঝে প্রদান। ফি: ১০,৩৫০ টাকা
  • অতি জরুরী পাসপোর্ট– ২ কর্মদিবসের মাঝে প্রদান। ফি: ১৩,৮০০ টাকা

উপরে যে তথ্যটি দেয়া হয়েছে সেটি হল, একজন পুরাতন পাসপোর্ট ব্যবহারকারী হিসেবে আপনি যদি পাসপোর্ট পুনরায় মেয়াদ বাড়িয়ে নিতে চান, তাহলে বাড়িয়ে নেয়ার জন্য বিভিন্ন রকমের পাসপোর্ট এর ক্ষেত্রে কত টাকা ফি দিতে হবে সেই সংক্রান্ত তথ্য।

পাসপোর্ট রেনু করার নিয়ম

এবার আপনি যদি পাসপোর্ট রেনু করার নিয়ম সংক্রান্ত তথ্য জেনে নিতে চান এবং দেখে নিতে চান কিভাবে পাসপোর্ট রেনু করতে হয়, তাহলে সেই সংক্রান্ত তথ্য নিচে থেকে দেখে নিতে পারেন।

জেনে নিন: পাসপোর্ট রিনিও করার নিয়ম

উপরে যে তথ্যটি দেয়া হয়েছে, সেটি হল পাসপোর্ট পুনরায় রিনিউ করার জন্য আপনাকে যে সমস্ত পদক্ষেপ অনুসরণ করতে হবে, সেই সম্পর্কিত পদক্ষেপ সম্পর্কিত তথ্য।

আশাকরি, পাসপোর্ট রিনিউ করার খরচ এবং পাসপোর্ট রিনিউ কিভাবে করতে হয় সেই সম্পর্কিত যাবতীয় তথ্য জেনে নিতে পেরেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × three =

Scroll to Top