Pending sb Police clearance এর মানে কি?

যখন আপনি পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে চাইবেন তখন আপনি পাসপোর্ট স্ট্যাটাস নিজের হাতের কাছে পাওয়া অবধি বিভিন্ন রকমের স্ট্যাটাস পরিবর্তিত হতে দেখবেন। তার মধ্যে থেকে অন্যতম একটি হলো Pending sb police clearance.

এবার প্রশ্ন হল, pending sb police clearance meaning in bengali আসলে কি হতে পারে? কিংবা আপনি যদি pending sb police verification লেখা দেখেন তাহলে এর ধারা কি বুঝবেন?

পাসপোর্ট চেক করার সময় এই সংক্রান্ত কোনো স্ট্যাটাস দেখা গেলে সেই সময়ে এই সম্পর্কে আপনি যা বুঝবেন, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে আলোচনা করা হবে।

Pending sb police clearance মানে কি?

পাসপোর্ট আবেদন করার পরে পাসপোর্ট পরিপূর্ণভাবে তৈরি হওয়ার জন্য বিভিন্ন রকমের ধাপ রয়েছে, তার মধ্যে থেকে অন্যতম একটি ধাপ হলো Pending sb police clearance.

অর্থাৎ আপনি যখন পাসপোর্ট চেক করতে চাইবেন তখন নিম্নলিখিত মেসেজটি দেখতে পারবেন:

Enrolment Pending SB Police verification.
Dear  , Your e-Passport application is pending for SB Police verification.

অর্থাৎ পাসপোর্ট আবেদন সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য আপনার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত জটিলতার মধ্যে পড়বে। এবং যখনই আপনি পুলিশ ভেরিফিকেশন সফল ভাবে সম্পন্ন করতে পারবেন তখন আপনার পাসপোর্ট পরবর্তী পর্যায়ে যাবে।

ই পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন হওয়ার ধাপটি তেমন একটা জটিল কোন পদ্ধতি নয়। এক্ষেত্রে একজন পুলিশ কর্মকর্তা আপনার পূর্ববর্তী কোন মামলা-মোকদ্দমা রয়েছে কিনা সেটা যাচাই করবে।

যদি আপনি এই সংক্রান্ত বেড়াজালে আটকে না যান, তাহলে এটি খুব সহজেই বাড়ি যেতে পারবেন।

পুলিশ ভেরিফিকেশন এর ক্ষেত্রে একজন পুলিশ কর্মকর্তা আপনার সম্পর্কিত যে তথ্য জানতে চাইবে সেগুলো হলো:

  • ঐ ব্যাক্তি বাংলাদেশের স্থায়ী নাগরিক কি না। অর্থাৎ আপনাকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।
  • ফৌজদারি মামলা আছে কি না। আপনার বিরুদ্ধে কোনও ফৌজদারী মামলা হলে চলবে না।
  • ই পাসপোর্ট আবেদনে প্রদত্ত তথ্য সঠিক কি না। ই-পাসপোর্টে যে তথ্য দিয়েছেন সেই সমস্ত তথ্য সঠিক হতে হবে।
  • আবেদনে প্রদত্ত স্থায়ী এবং বর্তমান ঠিকানা সঠিক কি না। আপনার আবেদনের জন্য প্রদত্ত স্থায়ী এবং বর্তমান ঠিকানা সঠিক কিনা সেটা যাচাই করার জন্য পুলিশ ভেরিফিকেশন এর প্রয়োজন হয়।
  • পূর্বের পাসপোর্টে থাকা তথ্য ( বয়স পরিবর্তন এবং  পিতা, মাতা অথবা নিজের না সম্পূর্ণ চেঞ্জ কি না)

এই সমস্ত কারণবশত, Pending sb police clearance, pending sb police verification এর প্রয়োজন হতে পারে।

যখনই আপনি পুলিশ ভেরিফিকেশনের পর্যায়ে চলে যাবেন তখন একজন পুলিশ কর্মকর্তা আপনাকে কল করবে কিংবা আপনার বাড়িতে এসে এ সমস্ত বিষয়গুলো ভালোভাবে খতিয়ে দেখবে।

এছাড়াও পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেয়ার জন্য নিম্নলিখিত আর্টিকেলটি দেখে নিতে পারেন।

জেনে নিন: পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত সকল তথ্য

উপরে উল্লেখিত আর্টিকেলে ভিজিট করলে পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন এবং এই পুলিশ ভেরিফিকেশন সম্পর্কিত যে ভীতি রয়েছে, সেটি এড়িয়ে যেতে পারবেন।

Pending sb police clearance, pending sb police verification সংক্রান্ত যে তথ্যটি আপনাকে জানিয়ে দেয়া উচিৎ ছিল সেই সংক্রান্ত যাবতীয় তথ্য উপরে আলোচনা করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − two =

Scroll to Top