ওমানের ভিসা কবে খুলবে তা নিয়ে বিশেষ নির্দেশিকা

২০২৩ সালের ৩১ অক্টোবর থেকে, ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু করা বন্ধ করার একটি নির্দেশিকা জারি করে, তার পরবর্তীতে ১২ জুন ২০২৪ তারিখে, ওমান সরকার বাংলাদেশিদের জন্য পুনরায় কিছু ধরণের ভিসা ইস্যু করার সিদ্ধান্ত নেয়। এবং আগামি ১–২ বছরের মধ্যে অর্থাৎ ২০২৫–২০২৬ সালের মধ্যবর্তী সময়ে ধীরে ধীরে আরও ভিসা ক্যাটেগরি খোলার আস্তায় দিয়ে থাকেন।তাই পুরোপুরি নিশ্চিত ভাবে বলা যায় না সম্পূর্ণ রুপে ওমানের ভিসা কবে খুলবে?

এখন প্রশ্ন হলো ওমানের কোন ধরনের ভিসা প্রক্রিয়া চালু আছে? তার জন্য কি করতে হবে অর্থাৎ কিভাবে ভিসার আবেদন করেবেন?আবেদন করার জন্য কোথায় যেতে হবে।তাছাড়া আবেদন প্রক্রিয়া শেষে আপনার ভিসা কিভাবে চেক দিবেন,এই সকল উত্তরের সন্ধানে আজকের এই নিবন্ধন।

অর্থাৎ বর্তমানে ওমানের যে যে ভিসা চালু আছে, তার আবেদন থেকে ভিসা চেক অব্দি সকল কাজ কিভাবে করবেন তার বিস্তারিত তথ্য এই আর্টিকেলে থেকে জেনে নিতে পারবেন।

ওমানের যে ভিসা গুলো জন্য আবেদন করতে পারবেন

২০২৪ সালে ওমান সরকার বাংলাদেশী নাগরিকদের জন্য যে যে ভিসায় ওমান ভ্রমণের সুযোগ করে দিয়েছে তার নিম্নরূপ;

  • ফ্যামিলি ভিসা।
  • ভিজিট ভিসা (যা শুধু Gulf Cooperation Council এলাকায় থাকেন তাদের জন্য)।
  • চিকিৎসক ভিসা।​
  • প্রকৌশলী ভিসা।​
  • নার্স ভিসা।​
  • শিক্ষক ভিসা।​
  • হিসাবরক্ষক ভিসা (Accountant Visa)।
  • ​বিনিয়োগকারী ভিসা।​
  • এবং সব ধরনের অফিসিয়াল ভিসা।

তবে, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, পর্যটন বা Tourist এবং সাধারণ ভিজিট ভিসার মতো কিছু ক্যাটাগরির ভিসা প্রদান এখনও স্থগিত আছে। এই নিষেধাজ্ঞা আংশিকভাবে বহাল থাকতে পারে।তবে এটা নিশ্চিত ভাবে বলা যাবে না যে এধরনের ওমানের ভিসা কবে খুলবে।

ওমান ভিসার জন্য আবেদন করার নিয়ম

  • প্রথমে ROP পোর্টালে যান।evisa.rop.gov.om
  • ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে স্ক্রিনশটে দেখানো তিনটি অপশন থেকে আপনার চাহিদা অনুযায়ী একটি অপশনে ক্লিক করুন। এবং সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি আইডি লগইন অথবা রেজিষ্ট্রেশন করুন। 
  • আইডি লগইন করা সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তীতে সেখান থেকে ভিসার ক্যাটাগরি বেছে নিন।
  • এবং সেখানে তথ্য পূরণ ও ডকুমেন্ট আপলোড করুন।
  • ভিসার পেমেন্ট সম্পূর্ণ করুন।
  • ভিসা ফি সম্পূর্ণ হয়ে গেলে আপনার ভিসা কপি ডাউনলোড করে নিন।

আপনি যদি ভিসা আবেদন করতে জটিলতা বুধ করেন সেইক্ষেত্রে আপনা নিকটস্থ যেকোনো ভিসা এজেন্সিতে গিয়ে সহজে ওমান ভিসার জন্য আবেদন করতে পারেন।

ওমানের ভিসা কবে খুলবে

ওমান ভিসা চেক

ওমানের ভিসা কবে খুলবে এবং কোন কোন ভিসা প্রক্রিয়া বর্তমান চালু আছে, তা জেনে আপনি যদি ওমান ভিসার জন্য আবেদন করে থাকেন তাহলে তার পরবর্তী কাজ হচ্ছে ভিসা চেক করে তার অবস্থা বা স্ট্যাটাস জানা।এই কাজটি কিভাবে করবেন,তার বিস্তারিত নিচের আর্টিকেল-টি থেকে জেনে নিতে পারবেন এবং খুব সহজে আপনার ওমান ভিসা চেক করে নিতে পারবেন।

জেনে নিন: ওমান ভিসা চেক করার জন্য

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × three =

Scroll to Top