দুবাই ভিসা কবে খুলবে? বর্তমানে বাংলাদেশী নাগরিকদের জন্য দুবাই কোন কোন ভিসা চালু আছে, আর সেই ভিসার আবেদন কিভাবে করবে বা কোথায় থেকে করবেন সকল তথ্য একই পেইজে অর্থাৎ ভিসার খবর থেকে ভিসার আবেদন এবং ভিসা চেক অব্দি সকল কাজ এই আর্টিকেল থেকে করে নিতে পারবেন।
আর্টিকেলের ভিতরে যা থাকছে
বাংলাদেশি নাগরিকদের জন্য UAE-এর ঢাকায় দূতাবাসের বিশেষ নির্দেশিকা
প্রথমে বলা যাক দুবাই ভিসা কবে খুলবে,এই ক্ষেত্রে বলা যায় UAE এর তথ্য অনুসারে, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতে ভিসা নীতিতে আবারও নতুন পরিবর্তন।যেমন; নতুন ধরণের ভিসা, আয়-ভিত্তিক স্পন্সরশিপ নিয়ম, এবং কিছু দেশের জন্য অস্থায়ীভাবে নতুন ভিসা প্রদানে বিধিনিষেধ জারি করা হয়েছে।তবে এই নিষেধাজ্ঞার মধ্যে বাংলাদেশ কি অন্তর্ভুক্ত?উত্তর হলো না;
তবে বাংলাদেশের জন্য কি দুবাই সকল ভিসা চালু আছে, উত্তর হল ‘না’ তাহলে বাংলাদেশের জন্য দুবাই কোন কোন ভিসা চালু আছে। ঢাকা দূতাবাস এর তথ্য মুতাবেক বাংলাদেশী নাগরিকদের জন্য কিছু নিয়ম তান্ত্রিক ভিসা প্রক্রিয়া চালু আছে।
বাংলাদেশী নাগরিকদের জন্য দুবাই কোন কোন ভিসা চালু আছে
UAE-এর ঢাকায় দূতাবাসের নির্দেশিকা অনুযায়ী বাংলাদেশী নাগরিকদের জন্য এখনও দুবাই এর সকল ধরনের ভিসার উপর কোনো নিষেধাজ্ঞা পাওয়া যায় নি।তবে সাময়িক সময়ের জন্য কিছু ভিসার ধরনের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হলে তা পরিবর্তনশীল।
সাময়িক কিছু ভিসার ধরনের উপর নিষেধাজ্ঞার পরও বাংলাদেশী নাগরিকদের জন্য যে যে ভিসা প্রক্রিয়াদীন রয়েছে তা হল:
- Tourist বা Visit ভিসা।
- Family বা Visit to Relative ভিসা।
- Transit বা Short Visit ভিসা।
- Work বা Employment ভিসা।
- Residence বা Sponsorship ভিসা।
- Investor বা Business ভিসা।
- স্টুডেন্ট ভিসা
উল্লেখিত ভিসার ধরণগুলো সবসময় সক্রিয় থাকবে না। সময়-সাপেক্ষ নির্দিষ্ট ভিসার ধরণের উপর বিধিনিষেধ জারি করা হতে পারে।
দুবাই ভিসা আবেদন করার নিয়ম
দুবাই ভিসা কবে খুলবে তা ইতিমধ্যে অবশ্যই জেনে নিয়েছেন বাংলাদেশী নাগরিকদের জন্য দুবাই কোন কোন ভিসা প্রক্রিয়া চালু রয়েছে।এখনি যদি আপনি সেখান থেকে আপনার সুবিধা অনুযায়ী যেকোনো একটি ভিসার জন্য আবেদন করতে চান, বা দুবাই ভিসার জন্য কিভাবে আবেদন করতে হয় তা শিখে নিতে চান, তাহলে আপনাকে কোথাও যেতে হবে না,শুধু এই আর্টিকেলে-টি সম্পূর্ণ পড়ুন আর জেনে নিন,দুবাই ভিসার জন্য কিভাবে আবেদন করবেন।
আবেদন করার জন্য প্রথমে আপনি যে কাজ-টি করবেব, তা হলো, দুবাই ভিসা আবেদনের যে, অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করার জন্য নিচে দেওয়া check বাটনে ক্লিক করুন।
আপনি যখনই চেক বাটনে ক্লিক করবেন তখনই নিচে দেওয়া স্ক্রিনশট এর মতো একটি পেইজ ওপেন হবে সেখান থেকে Public Visa Services এই অপশনটিতে ক্লিক করুন।
তারপর আপনার সমানে দ্বিতীয় স্ক্রিনশট এর মতো আরেকটি পেইজ ওপেন হবে সেখান থেকে Issue a new Visa এই অপশনটি সিলেক্ট করে নিন। পরবর্তীতে সেখান থেকে আপনি যে ভিসায় দুবাই ভ্রমণ করতে চান অর্থাৎ ভিসার ধরন সেখান থেকে দেখে নিন এবং সেখানে থাকা ভিসার ধরনের নিচে Start Service বাটনে ক্লিক করুন।
আপনি যখনই ভিসার ধরন দেখে তার নিচে থাকা Start Service বাটনে ক্লিক করবেন, তখনই আপনার সামনে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্ক্রিনশটে দেখানো একইরকম পেইজ বা ফরম দেখতে পাবেন। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রতিটি ঘর পূরণ করুন এবং ফরমে দেওয়া আপনার প্রতিটি তথ্য সঠিক কি’না তা নিশ্চিত করুন। আপনার তথ্য নিশ্চিত করা হয়ে গেলে ফরমের নিচে, থাকা Next বাটনে ক্লিক করে আপনার ফরম জমা দিন।





দুবাই ভিসা চেক করার নিয়ম
দুবাই ভিসা কবে খুলবে? দুবাই ভিসার জন্য কিভাবে আবেদন করতে হয়, সেই সম্পর্কিত তথ্য সম্পর্কে আপিনি অবশ্যই অবগত হতে পেরেছেন। এখন যদি আপনি আবেদন প্রক্রিয়া শেষ আপনার আবেদন কোন পর্যায়ে আছে অর্থাৎ দুবাই ভিসা চেক করে নিতে চান, সেই ক্ষেত্রে এ-ই কাজ কিভাবে করবেন,তার জন্য কোথায় জেতে হবে সেই সকল তথ্য জানতে বা মোবাইল দিয়ে সহজে এই কাজ করে নিতে নিচের আর্টিকেল টি ভিজিট করুন এবং জেনে নিনি দুবাই ভিসা চেক করার সকল নিয়ম।
জেনে নিন: দুবাই ভিসা চেক
বিশ্বের সকল দেশের ভিসা চেক করার নিয়ম
দুবাই ভিসা কবে খুলবে? দুবাই ভিসার জন্য কিভাবে আবেদন করবেন? এবং দুবাই ভিসা কিভাবে চেক করবেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জানার পাশাপাশি আপনি যদি বিশ্বের সকল দেশের ভিসা চেক করার নিয়ম জেনে নিতে চান তাহলে নিচে দেওয়া ক্যাটাগরির লিংকটিতে ক্লিক করুন। এবং জেনে নিন বিশ্বের যেকোনো দেশের ভিসা কিভাবে চেক করতে হয়।
জেনে নিন: বিশ্বের সকল দেশের ভিসা চেক করার নিয়ম