পাকিস্তান ভিসা চেক করার নিয়ম।আপনি কিভাবে আপনার ভিসা স্ট্যাটাস চেক করে আপনার আবেদন কোথায় আছে, অনুমোদন হয়েছে কি না, কবে সংগ্রহ বা ভ্রমণ সম্ভব, সব কিছু আগে-ই জেনে নিতে পারবে৷ তার জন্য জেনে নিতে হবে ভিসা চেক করার নিয়ম অর্থাৎ আপনি কিভাবে ভিসা চেক করবেন।
ভিসা চেক করার নিয়ম শুরু থেকে শেষ অব্দি জেনে নিতে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন এবং জেনে নিন কিভাবে অনলাইনে ভিসা চেক দিতে হয়।
আর্টিকেলের ভিতরে যা থাকছে
পাকিস্তান ভিসা চেক করার নিয়ম
ভিসা চেক করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে তা হলো পাকিস্তান ভিসা চেক করার যে পোর্টাল রয়েছে সেখানে প্রবেশ করার জন্য নিম্নলিখিত check বাটনে ক্লিক করুন।
ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে menu লেখাটি খুঁজে নিন এবং সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর সেখানে কিছু লিস্ট ওপেন হবে সেখান থেকে check status লেখাটির উপর ক্লিক করুন।
check status লেখাটির উপর ক্লিক করার পর নিম্নলিখিত স্ক্রিনশট এর মতো একটি পেজ ওপেন হবে, সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে check বাটনে ক্লিক করুন। এবং সেখান থেকে আপনার ভিসার স্ট্যাটাস দেখে নিন।


ভিসা স্ট্যাটাস কোনটির মানে কি
ভিসা চেক করার নিয়ম জেনে আপনি যদি স্ট্যাটাস দেখে কিছুই বুঝতে না পারেন সেক্ষেত্রে জেনে নিন কোন স্ট্যাটাস দ্বারা কি বুঝায়।
Submitted (সাবমিটেড): এই স্ট্যাটাসটির মানে হচ্ছে আপনার আবেদন সফলভাবে জমা পড়েছে এবং পাকিস্তান ভিসা অফিস বা NADRA সিস্টেমে রেকর্ড হয়েছে। তবে এখনো প্রক্রিয়াকরণ শুরু হয়নি।
In Process (ইন প্রসেস): আপনি যদি এই স্ট্যাটাসটি দেখেন, তাহলে বুঝবেন আপনার ভিসা আবেদন বর্তমানে পর্যালোচনা বা review তে আছে। এখন আপনার ডকুমেন্ট,পাসপোর্ট তথ্য, নিরাপত্তা যাচাই ইত্যাদি পরীক্ষা করা হচ্ছে।
Under Review (আন্ডার রিভিউ): এর মানে আপনার আবেদন কোনো বিশেষ অফিসার বা বিভাগের অনুমোদনের অপেক্ষায় আছে। সাধারণত এই স্ট্যাটাস In Process এর পর এই ধাপে আসে।
Additional Documents Required (অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন): এই স্ট্যাটাস এর মানে আপনার আবেদন সম্পূর্ণ করতে কিছু নথি বাকি রিয়েছে তা জমা দিতে হবে। যেমন; ইনভাইটেশন লেটার, হোটেল বুকিং, ব্যাঙ্ক স্টেটমেন্ট ইত্যাদি নথিপত্র লাগতে পারে।
Pending for Approval (অনুমোদনের অপেক্ষায়): এর মানে আপনার সকল যাচাই সম্পন্ন হয়েছে, এখন শুধু উচ্চপদস্থ কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় আছে।
Approved (অনুমোদিত): এই স্ট্যাটাসটি দ্বারা বুঝায়, অভিনন্দন! আপনার পাকিস্তান ভিসা অনুমোদিত হয়েছে। আপনার ই-ভিসা বা স্টিকার ভিসা প্রস্তুত।
Rejected (প্রত্যাখ্যাত): এ স্ট্যাটাসটি মানে বুঝবেন আপনার ভিসা আবেদন বাতিল করা হয়েছে। এর কারণ হতে পারে অসম্পূর্ণ কাগজপত্র, ভুল তথ্য, নিরাপত্তা যাচাইয়ে সমস্যা, যোগ্যতার অভাব।
এই ক্ষেত্রে আপনার করণীয় ই-মেইলে বা পোর্টালে দেওয়া রিজেকশনের কারণ পড়ুন। কারণ সংশোধন করে নতুন করে আবেদন করতে পারেন।
On Hold / Deferred (স্থগিত বা স্থগিত রাখা হয়েছে): এই স্ট্যাটাসটি মানে আপনার আবেদন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, সাধারণত যাচাই বা অনুমোদনের জন্য অতিরিক্ত সময় লাগছে।
Cancelled (বাতিল করা হয়েছে): এর মানে আবেদনটি কর্তৃপক্ষের দ্বারা বাতিল করা হয়েছে। সাধারণত ভুল তথ্য বা আবেদন প্রত্যাহার করলে এই স্ট্যাটাস আসে। এই ক্ষেত্রে আপনার করণীয় পুনরায় আবেদন করুন বা কারণ জানতে কনস্যুলেটের সাথে যোগাযোগ করুন।
Ready for Collection / Dispatche (সংগ্রহের জন্য প্রস্তুত / প্রেরণ করা হয়েছে): এর মানে ভিসা অনুমোদিত হয়েছে এবং আপনার পাসপোর্ট বা ই-ভিসা সংগ্রহের জন্য প্রস্তুত। অথবা কুরিয়ায় পাঠানো হয়েছে।
Delivered / Completed (সম্পন্ন): এই স্ট্যাটাস এর মানে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে; আপনি ভিসা ডকুমেন্ট পেয়েছেন। এই ধাপে আপনার আবেদন ফাইল বন্ধ হয়ে যায়।
বিশ্বের সকল দেশের ভিসা চেক
পাকিস্তান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে যতগুলো তথ্য দেয়ার প্রয়োজন তা উপরে উল্লেখ করা হয়েছে। এখন আপনি যদি বিশ্বের সকল দেশের ভিসা চেক করার নিয়ম জেনে নিতে চান সেইক্ষেত্রে নিচের ক্যাটাগরি লিংকটি দেখে নিতে পারেন।
ক্যাটাগরি: সকল দেশের ভিসা চেক করার নিয়ম