সাইপ্রাস থেকে অন্য দেশে যাওয়া’র সম্পর্ণ গাইডলাইন

আপনি যদি সাইপ্রাস থেকে অন্য দেশে যাওয়া’ র জন্য পরিকল্পনা করেন তাহলে বেশ কিছু বিষয়াদি জেনে নিতে হবে এবং নির্দিষ্ট একটি পরিকল্পনা ও নিয়মানুবর্তির মাধ্যমে প্রতিটি ধাপ পারি দিতে হবে।আপনি কিভাবে সাইপ্রাস থেকে অন্য দেশে পারি দিবেন এবং কোন কোন দেশে আপনি সহজে যেতে পারবেন তার শুর থেকে শেষ অব্দি সকল গাইডলাইন পেয়ে থাকবেন আজকের নিবন্ধনে।

আর দেরি না করে সম্পর্ণ আর্টিকেলটি পড়ে জেনে নিন কিভাবে খুব সহজে সাইপ্রাস থেকে অন্য দেশে যাওয়া যায় এবং ইউরোপীয় কোন কোন দেশ সেই তালিকায় রয়েছে যেখানে আপনি খুব সহজে সাইপ্রাস থেকে পাড়ি দিতে পারবেন।

সাইপ্রাসের নিকটবর্তী দেশ সমূহ

দেশদূরত্বদিক
তুরস্ক৭০ কিমিউত্তর
সিরিয়া১০০ কিমিপূর্ব
লেবানন১৫০ কিমিপূর্ব-দক্ষিণ
ইসরায়েল২০০ কিমিদক্ষিণ-পূর্ব
মিশর৩০০ কিমিদক্ষিণ
গ্রীস৮০০ কিমিপশ্চিম

যেকোনো দেশ থেকে সহজে যে দেশগুলোতে পাড়ি দেয়া যায় তাহলো সে দেশের নিকটবর্তী দেশ সমূহ। তাই আপনি সাইপ্রাস থেকে অন্য দেশে যাওয়া’র ক্ষেত্রে সাইপ্রাসের নিকটবর্তী দেশসমূহ কোনগুলো তা জেনে রাখুন।

সাইপ্রাসের নিকটবর্তী ইউরোপীয় দেশ সমূহ

দেশদূরত্বদিক
গ্রীস৮০০ কিমিপশ্চিম
মাল্টা১৬০০ কিমিপশ্চিম
ইতালি১৭০০কিমিউত্তর-পশ্চিম
বুলগেরিয়া১০০০কিমিউউত্তর-পশ্চিম
রোমানিয়া১২০০কিমিউত্তর
হাঙ্গেরি১৫০০কিমিউউত্তর-পশ্চিম
পোল্যান্ড২০০০কিমিউত্তর
অস্ট্রিয়া২০০০কিমিউউত্তর-পশ্চিম

সাইপ্রাসের সবচেয়ে নিকটবর্তী ও সহজে যাতায়াতযোগ্য ইউরোপীয় দেশ হলো; গ্রীস, এরপর বুলগেরিয়া, রোমানিয়া, ইতালি, মাল্টা, হাঙ্গেরি, পোল্যান্ড ও অস্ট্রিয়া।

জেনে নিন: সৌদি থেকে ইতালি আবেদন করার নিম

সাইপ্রাসের সাথে এই দেশগুলোর নিয়মিত বিমান যোগাযোগ রয়েছে।সেইক্ষেত্রে ভিসা থাকলেই খুব সহজে আপনি অনায়াসে যাত্রা করতে পারবেন

সাইপ্রাস থেকে অন্য দেশে যাওয়া’র জন্য সম্পর্ণ গাইডলাইন

সাইপ্রাস থেকে অন্য দেশে যাওয়া’র জন্য আপনাকে যে যে বিষয়াদি জেনে নিতে হবে তার নিম্নরূপ:

ভিসা ও পাসপোর্ট যাচাই: আপনি যে দেশে গমন করবেন অর্থাৎ গন্তব্য দেশের ভিসা লাগবে কি না আগে নিশ্চিত করুন। এবং আপনার পাসপোর্টে মেয়াদ কমপক্ষে ৬ মাস আছে কি ‘না তা দেখুন, সেই ক্ষেত্রে দূতাবাসের ওয়েবসাইটে ভিসা নিয়ম চেক করুন।

বিমানবন্দর নির্বাচন: সাইপ্রাস দুইটি প্রধান বিমানবন্দর রয়েছে, লারনাকা (Larnaca) ও পাফোস (Paphos)। আপনার ফ্লাইটের জন্য যেকোনো একটি নির্বাচন করে সময়ের ২–৩ ঘণ্টা আগে সেখানে উপস্থিত হন।

উত্তর ও দক্ষিণ সাইপ্রাস পার্থক্য: দক্ষিণ অংশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং উত্তর অংশ শুধু তুরস্ক দ্বারা স্বীকৃত। উত্তর সাইপ্রাস থেকে আন্তর্জাতিক ফ্লাইট সাধারণত তুরস্ক হয়ে যায়।তাছাড়া দুই অংশের নিয়ম আলাদা, তাই সতর্কতা অবলম্বন করুন।

গ্রীন লাইন পারাপার: দক্ষিণ ও উত্তর সাইপ্রাসের মধ্যে যাওয়ার জন্য নির্দিষ্ট চেকপয়েন্ট আছে।যেখানে পাসপোর্ট বা আইডি দেখাতে হয়। তবে কিছু পণ্যের ক্ষেত্রে কাস্টমস নিয়ম প্রযোজ্য।

কাস্টমস ও ব্যাগেজ নিয়ম: লিকুইড, ইলেকট্রনিক্স, নগদ অর্থ বা মূল্যবান জিনিস নির্দিষ্ট সীমার বাইরে বহন করা যাবে না। অতিরিক্ত জিনিস থাকলে আগে ঘোষণা করতে হবে এবং নিষিদ্ধ দ্রব্য বহন করার থেকে বিরত থাকতে হবে

ডিজিটাল বর্ডার (EES ও ETIAS): ইউরোপীয় ইউনিয়নে এখন বায়োমেট্রিক প্রবেশ রেকর্ড (EES) চালু করা হয়েছে। যার জন্য অনুমোদন ছাড়া শেঙ্গেন দেশে প্রবেশ করা যাবে না। তাই আগে থেকেই অনলাইনে যাচাই করুন।

দূতাবাস ও জরুরি যোগাযোগ: সমস্যা বা দুর্ঘটনা হলে নিজের দেশের দূতাবাসে যোগাযোগ করুন। দূতাবাসের ফোন ও ইমেইল আগে থেকে সংরক্ষণ করুন।ভ্রমণ বীমা থাকলে সেটির কপি সঙ্গে রাখুন।

SSC বা HSC এর সকল পিডিএফ ইংলিশ শীট পেতে আমাদের নতুন ওয়েবসাইট আজকের আর্টিকেল ভিজিট করুন।

visit now: ajkerarticle.com

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 + 13 =

Scroll to Top