অনেকেই পাসপোর্ট এর জন্য আবেদন করার পর জানতে চায়, পাসপোর্ট কোথায় আছে বা কবে হাতে পাবে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে অবশ্যই পাসপোর্ট স্ট্যাটাস চেক করে নিতে হবে। সেইক্ষেত্রে আপনি নিচে থেকে ধাপে ধাপে দেখে নিতে পারবেন যে, bangladesh passport status check কিভাবে করতে হয়।
আর দেরি না করে এই আর্টিকেলেটি সম্পূর্ণ পড়ে জেনে নিনি bangladesh passport status check করার নিয়ম এবং আপনার পাসপোর্ট কোথায় বা কোন অবস্থানে আছে, তা চেক করে নেন ঘরে বসে।
আর্টিকেলের ভিতরে যা থাকছে
পাসপোর্ট স্ট্যাটাস চেক করা কেন প্রয়োজন
পাসপোর্ট স্ট্যাটাস চেক করা কেন প্রয়োজন? পাসপোর্ট স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনি খুব সহজে আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানতে পারবেন। এতে করে আপনি আগে থেকেই দেখতে পারবেন আপনার আবেদন প্রক্রিয়ায় কোনো সমস্যা আছে কি’না। থাকলে তা খুব সহজেই সংশোধন করে নিতে পারবেন।
bangladesh passport status check করার পূর্বে আপনাকে জানতে হবে পাসপোর্ট এর ধরন সম্পর্কে। বাংলাদেশে এখনও দুই ধরনের পাসপোর্ট এর ব্যবহার কার্য চলমান রয়েছে। যেমন ;
- MRP Passport বা Machine Readable Passport
- E-Passport বা Electronic Passport
উভয় পাসপোর্ট এর স্ট্যাটাস অনলাইন বা এসএমএসের মাধ্যমে চেক করা সম্ভব।
অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক
bangladesh passport status check করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক। অনলাইন পাসপোর্ট স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে যা করতে হবে;
- প্রথমেই মোবাইল বা কম্পিউটার দিয়ে আপনি www.epassport.gov.bd ওয়েবসাইটে যান।
- হোমপেজ থেকে “Check Status” অপশনে ক্লিক করুন।
- আপনার Application ID বা Delivery Slip Number লিখুন
- ক্যাপচা কোড দিয়ে সাবমিট করুন।
- সঙ্গে সঙ্গে পাসপোর্টের বর্তমান অবস্থা স্ক্রিনে দেখতে পাবেন।
উপরের কার্যক্রম গুলো কিভাবে সম্পূর্ণ করবেন, তা বিস্তারিত নিচে ধারাবাহিক ভাবে উল্লেখ করা আছে। সেখান থেকে দেখে আপনি আপনার পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করে নিতে পারেন।
প্রথমে নিচের নিম্নলিখিত স্ট্যাটাস চেক বাটমে ক্লিক করুন ;
স্ট্যাটাস চেম বাটনে ক্লিক করার পর আপনি নিচের ইমেজের মতো একটি পেইজ ওপেন হবে।
তারপর সেখান থেকে ইমেজে দেখানো মার্ক করা তিন লাইনের যে চিহ্ন আছে, সেখানে ক্লিক করুন।

ক্লিক করার পর আপনার সমানে নিচের ইমেইজ এর মতো আরেকটি পেইজ শো করবে।এবং পরবর্তীতে সেখান থেকে ইমেজে দেখানো মার্ক করা CHECK STATUS অপশনে ক্লিক করুন।

CHECK STATUS অপশনে ক্লিক করার পর আপনার সামনে আমাদের পরবর্তী ইমেজের মতো আরেকটি পেইজ ওপেন হবে। সেখানে আপনার Application ID বা Delivery Slip Number লিখুন এবং পাসপোর্ট অনুযায়ী জন্ম তারিখ লিখে ঘরগুলো পূরণ করুন।
এবং সবার শেষে ক্যাপচা কোড দিয়ে সাবমিট করুন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা স্ক্রিনে দেখতে পাবেন।

ই-পাসপোর্ট চেক করার নিয়ম
আপনি যদি ই-পাসপোর্ট এর জন্য আবেদন করে থাকেন, আর আপনি আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানতে চান তাহলে একই ভাবে আপনার পাসপোর্টের স্ট্যাটাস চেক করে তা জেনে নিতে পারবেন।
তাছাড়া আপনি যদি bangladesh passport status check বা ই- পাসপোর্ট চেক আরো সহজ ভাবে বুঝতে চান,তাহলে সেটা কিভাবে করবেন? তার সমস্ত তথ্য ধারাবাহিক ভাবে নিচের আর্টিকেল থেকে জেনে নিতে পারেন।
এসএমএসের মাধ্যমে পাসপোর্ট স্ট্যাটাস চেক
আপনি যদি bangladesh passport status check বা ই-পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে চান,সেইক্ষেত্রে আপনার যদি অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস দেখে নেওয়ার কোন রকম সুযোগ না থাকে।
তাহলে আপনি চাইলে এসএসএসের মাধ্যমে আপনার হাতে থাকায় যেকোনো ধরনের ফোন থেকে এমএমএস করে পাসপোর্ট স্ট্যাটাস চেক করে নিতে পারেন।
আপনি কিভাবে এসএসএস করে আপনার পাসপোর্ট স্ট্যাটাস বা পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানবেন, তা নিম্নলিখিত আর্টিকেলটি পড়ে জেনে নিতে পারেন।
জেনে নিন: এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক
MRP পাসপোর্ট চেক করার নিয়ম
bangladesh passport status check এই আর্টিকেলের প্রথমেই বলেছি বাংলাদেশে দুই ধরনের পাসপোর্ট এর কার্যক্রম চলমান রয়েছে। তার মধ্যে একটি হলো MRP পাসপোর্ট। এটি একটি পুরনো পাসপোর্ট। যা ই- পাসপোর্ট এর কর্য শুরু হওয়ার পূর্বে ছিলো।
আপনার যদি এখনও MRP পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি কিভাবে আপনার MRP পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন। তা নিম্নলিখিত লিংক থেকে জেনে নিতে পারেন।
আশা করি আপনি উপরের তথ্য থেকে bangladesh passport status check করা সম্পর্কে অবগত হতে পেরেছেন। আপনার যদি পাসপোর্ট স্ট্যাটাস চেক ব্যাতিত আরো অন্য কোনো পাসপোর্ট সংক্রান্ত জটিলতা থেকে থাকে তাহলে আমাদের epassportinfo.com ওয়েবসাইট ভিজিট করে জেনে নিতে পারেন।
আর আপনি যদি SSC বা HSC লেভেল এর স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমাদের নতুন ওয়েবসাইট আজকের আর্টিকেল ভিজিট করে আপনার প্রয়োজনীয় শীট-টি সংগ্রহ করে নিতে পারেন।

