ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম

ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আপনি যে দেশে যাবেন সে দেশের একটি নির্দিষ্ট ভিসা সংগ্রহ করা।আর আপনি যদি এই কাজটি করে ফেলেন, তাহলে তার পরবর্তী যে কাজটি করতে হবে তা হচ্ছে ভিসা চেক করে তার অবস্থান বা স্ট্যাটাস জানা।

আজকের দিনে এই কাজটি খুব সহজেই ঘরে বসে আপনার হাতে থাকা ফোন দিয়ে মূহুর্তে চেক করে নিতে পারেন যেকোনো ধরনের ভিসা স্ট্যাটাস। এই কাজটি কিভাবে করবেন তা খুব সহজেই জেনে নিতে পারবেন আজকের এই আর্টিকেলে থেকে। 

আর দেরি না করে জেনে নিন ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম। এবং নিজেই চেক করে নিন সকল দেশের ভিসা স্ট্যাটাস। 

সকল দেশের ভিসা চেক করার সাধারণ নিয়ম

  • প্রথমে যে দেশে ভ্রমণ করবেন সে দেশের ভিসা চেক করার যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করতে হবে।
  • Visa Status Check বা Track Visa Application অপশনে ক্লিক করুন।
  • তারপর ভিসা নাম্বার,অ্যাপ্লিকেশন আইডি,পাসপোর্ট নাম্বার এই অপশনগুলো থেকে ভিসা অপশনটি সিলেক্ট করে নিন
  • এবং আপনার ভিসা নাম্বার এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রদত্ত ঘরগুলো পূরণ করে ফেলুন।
  • পরবর্তীতে সেখানে থাকা ক্যাপচা কোডটি লিখুন।
  • শেষ ধাপে Submit বা Check বাটমে ক্লিক করুন।
  • এখন আপনি আপনার ভিসার বর্তমান অবস্থা স্ক্রিনে দেখতে পাবেন।

উপরোক্ত নিয়ম অনুসরণ করে আপনি যে দেশে ভ্রমণ করবেন সে দেশের ভিসা চেক করার জন্য যে সংশ্লিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি আপনার ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করে নিতে পারবেন।

এখন প্রশ্ন হলো সকল দেশের ভিসা চেক করার যে ওয়েবসাইট রয়েছে তা কোথায় পাবেন, সে ওয়েবসাইট এর নাম কি? কি লিখে সার্চ করেলে কাঙ্ক্ষিত ওয়েবসাইট-টি পাবেন।আজকে এই আর্টিকেলে থেকে সেই সকল প্রশ্নের উত্তর এবং তথ্য একসাথে জেনে নিতে পারবেন।এবং সকল দেশের ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার কাজ সফল ভাবে করে নিতে পারবেন।

ভিসা নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

সৌদি আরবের ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার জন্য নিম্নলিখিত ধাপ গুলো অনুসরণ করতে হবে।

  • প্রথমে নিচে দেওয়া check বাটমে ক্লিক করে ভিসা চেক করার সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • প্রথমে পাসপোর্ট নাম্বার এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রতিটি ঘর পূরণ করুন।
  • visa type অপশন থেকে আপনার ভিসার ধরন নির্বাচন করুন। 
  • তারপর সিকিউরিটি কোশ্চেন সলভ করে সার্চ বাটমে ক্লিক করুন। 

 

সৌদি ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম শুরু থেকে শেষ অব্দি জেনে নিতে নিচের নিম্নলিখিত আর্টিকেল টি দেখে নিন।

জেনে নিন: পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক 

দুবাই ভিসা চেক করার নিয়ম 

  • প্রথমে দুবাই ভিসা চেক করার যে সংশ্লিষ্ট ওয়েবসাইট রয়েছে, সেখানে প্রবেশ করার জন্য নিচে দেওয়া check বাটমে ক্লিক  করুন। 
  • ওয়েবসাইটে প্রবেশ করে Public Services এই অপশনটিতে ক্লিক করুন। 
  • পরবর্তীতে File Validity নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করুন। 
  • তারপর সেখান থেকে ভিসা অপশনটি সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রতিটি ঘর পূরণ করুন। 
  • শেষ ধাপে CAPTCHA বা নিরাপত্তা কোড লিখে সার্চ বাটমে ক্লিক করুন।

 

দুবাই ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম শুরু থেকে শেষ অব্দি জেনে নিতে বা ওয়েবসাইটে কোথায় গেলে উপরের নিম্নলিখিত অপশন গুলো পাবেন তা ইমেজ আকারে দেখে নিতে নিচের আর্টিকেল-টি ভিজিট করুন। 

জেনে নিন: পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক 

ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক

  • ভিসা চেক করার সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ কারার জন্য নিচে দেওয়া check বাটনে ক্লিক করুন। 
  • সেখান থেকে Inquiries অপশনে ক্লিক করুন। 
  • তারপর Visa Services অপশনটিতে ক্লিক করুন।
  • পরবর্তীতে Visa Inquiry and Printing অপশনটিতে ক্লিক করুন।
  • Inquiry and Printing এই অপশনটিতে ক্লিক করার পর প্রথমে ভিসা অপশনটি সিলেক্ট করে নিন তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রতিটি ঘর পূরণ করুন।
  • এবং শেষ ধাপে সাবমিট বাটনে ক্লিক করুন। 
  • সাবমিট বাটনে ক্লিক করার পরই আপনি আপনার ভিসার স্ট্যাটাস দেখতে পাবেন।

 

 

ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার ক্ষেত্রে নিম্নলিখিত অপশন গুলো ওয়েবসাইটে কোথায় গেলে পাবেন তা দেখে নিতে নিচের আর্টিকেল-টি-তে ক্লিক করুন।

দেখে নিন: কাতার ভিসা চেক করার নিয়ম 

ভিসা নাম্বার দিয়ে ওমান ভিসা চেক

  • প্রথমে ভিসা চেক করার জন্য নিচে দেওয়া check বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করুন। 
  • সেখান থেকে Electronic visa services বা Order online and check order অপশনটিতে ক্লিক করুন।
  • পরে Track visa application status এই অপশনটিতে ক্লিক করুন ।
  • তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রতিটি ঘর পূরণ করুন। 
  • এবং শেষ ধাপে send বাটনে ক্লিক করুন।

 

 

ওমান ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক কারার ক্ষেত্রে শুরু থেকে শেষ অব্দি দেখে নিতে নিচের আর্টিকেল-টি-তে ক্লিক করুন। 

দেখে নিন: ওমান ভিসা চেক কারার নিয়ম 

মালশিয়ার ভিসা চেক করার নিয়ম 

  • প্রথমে ভিসা চেক করার জন্য মালশিয়ার যে ভিসা পোর্টাল রয়েছে সেখানে প্রবেশ করুন। তার জন্য নিচে দেওয়া check বাটনে ক্লিক করুন। 
  • সেখানে প্রবেশ করে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রতিটি ঘর পূরণ করুন।

 

 

ভিসা নাম্বার দিয়ে সিঙ্গাপুর ভিসা চেক 

সিঙ্গাপুর ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার জন্য নিম্নলিখিত ধাপ গুলো অনুসরণ করতে হবে;

  • প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ কারার জন্য নিচে দেওয়া Check বাটনে ক্লিক করুন। 
  • সেখান থেকে CHECK STATUS/MAKE APPOINTMENT এই অপশনটি-তে ক্লিক করে নিন।
  • Entry Visa নামে অপশনটি-তে ক্লিক করুন।
  • তারপর Application Status এই অপশনটিতে ক্লিক করুন। 
  • শেষ ধাপে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রতিটি ঘর পূরণ করে next বাটনে ক্লিক করুন।
  • next বাটমে ক্লিক করার পরই আপনি আপনার ভিসার স্ট্যাটাস দেখতে পাবেন।

 

ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার ক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে নিম্নলিখিত অপশন গুলো আপনি পাচ্ছেন না। সেইক্ষেত্রে এই অপশন গুলো কোথায় পাবেন তা ইমেজ আকারে দেখে নিতে নিচের নিবন্ধন-টি থেকে দেখে নিন।

দেখে নিন: সিঙ্গাপুর ভিসা চেক

ইন্ডিয়া ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক

ভারতীয় ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার ক্ষেত্রে নিম্নলিখিত ধাপ গুলো অনুসরণ করে আপনি সফল ভাবে ভিসা চেক করার কার্যক্রম শেষ করে নিতে পারবেন। 

  • প্রথম ওয়েবসাইটে প্রবেশ এর জন্য নিচে দেওয়া Check অপশনটিতে ক্লিক করুন। 
  • তারপর সেখান থেকে Visa Application এই অপশনে ক্লিক করে নিন।
  • পরবর্তীতে সেখানে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রতিটি ঘর পূরণ করুন। 
  • পূরণ করার কার্যক্রম সম্পূর্ণ হয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।

 

 

এখন আপনি যদি নিম্নলিখিত দেশগুলো ছাড়াও আর অন্যান্য দেশের ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করে নিতে চান সেইক্ষেত্রে নিচের আর্টিকেল টি থেকে সকল দেশের ভিসা চেক করার যে ওয়েবসাইট রয়েছে তা সংগ্রহ করে নিতে পারবেন।

এবং বিশ্বের যেকোনো দেশের ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার কার্যক্রম সফল ভাবে সম্পূর্ণ করে নিতে পারবেন।

জেনে নিন: বিশ্বের সকল দেশের ভিসা চেক

আর আপনি যদি SSC বা HSC এর সকল ধরনের ইংলিশ পিডিএফ শীট পেতে চান তাহলে আমাদের নতুন ওয়েবসাইট আজকের আর্টিকেল ভিজিট করে আপনার প্রয়োজনীয় শীট-টি সংগ্রহ করে নিতে পারেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 + 4 =

Scroll to Top