সৌদি আরব থেকে ইতালি ভিসা এর জন্য আবেদন কি করা যায়? উত্তর হলো হ্যাঁ; আপনি চাইলে যেকোনো দেশ থেকেই ইতালি ভিসার জন্য আবেদন করে রাখতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে অর্থাৎ এই আবেদন প্রক্রিয়ার কার্যক্রম কিভাবে করবেন, কোথায় থেকে করবেন, আবেদন করতে কত টাকা জমা দিতে হবে, আবেদন ফরম কোথায় থেকে কিভাবে ডাউনলোড করবেন, সেই সকল তথ্য আজকে এই নিবন্ধন থেকে জেনে নিতে পারবেন।
এবং আপনি নিজেই অফলাইনে অথবা অনলাইনে সফলভাবে সৌদি আরবসহ অন্যান্য দেশ থেকে খুব সহজেই ইতালির ভিসা’র জন্য আবেদন প্রক্রিয়ার সকল কার্যক্রম করে নিতে পারবেন।
আর্টিকেলের ভিতরে যা থাকছে
ইতালি ভিসা’র আবেদন করার জন্য কি লাগবে
ইতালির ভিসাসহ যেকোনো দেশের ভিসার আবেদন করার ক্ষেত্রে কি কি থাকা প্রয়োজন তা জানা খুবই গুরুত্বপূর্ণ। আর তা জেনে সেই অনুযায়ী কাগজপত্র সংগ্রহ করা, যা আপনার ভিসার কার্যপ্রণালি আরো সহজ করে তুলবে। তাই জেনে নিন আবেদন করতে কি কি লাগবে?
- প্রথমে আবেদনকারীর বৈধ পাসপোর্ট (কমপক্ষে ৬ মাসের মেয়াদ থাকতে হবে)।
- পূরণকৃত ভিসা আবেদন ফর্ম।
- ২ কপি পাসপোর্ট সাইজ ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের (৬ মাসের পুরনো নয়)।
- জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ।
- ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাসের)।
- ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট।
- চাকরির ক্ষেত্রে অফিসের লেটারহেডে এনওসি, চাকরির প্রমাণপত্র।
- ব্যবসায়ীর ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট।
- ভ্রমণ বিমা (Travel Insurance)।
- শিক্ষার্থীর ক্ষেত্রে ভর্তি প্রমাণপত্র, শিক্ষা সনদ।
- চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালের আমন্ত্রণপত্র এবং চিকিৎসা রিপোর্ট।
সৌদি থেকে ইতালি ভিসা জন্য আবেদন করার নিয়ম
আপনি দুইটি ভিন্ন ধাপে সৌদি থেকে ইতালির ভিসা এর জন্য আবেদন করতে পারবেন। যেমন;
- অনলাইনে VFC ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে ভিসা ফি জমা দিয়ে আপনি নিজেই যেকোনো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বা ডেস্কটপ এর সাহায্যে আবেদন করে নিতে পারবেন।
- অফলাইনে অর্থাৎ আপনি নিজে অফিসে গিয়ে বা যোগাযোগ এর মাধ্যমে ইতালি ভিসা এর আবেদন করতে পারবেন।
আপনি কিভাবে অনলাইনে বা অফলাইনে ইতালি ভিসা’র জন্য আবেদন করবেন তা বিস্তারিত জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
অনলাইনে ইতালি ভিসার জন্য আবেদন করার নিয়ম
সৌদি আরব থেকে অনলাইনে ইতালি ভিসা এর জন্য কিভাবে আবেদন করবেন? তার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো আবেদন করার যে, অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করতে হবে। তার জন্য নিচে দেওয়া visit বাটানে ক্লিক করুন।
আপনি যখনই visit বাটনে ক্লিক করবেন, তখনই আপনার সামনে নিচে দেওয়া স্ক্রিনশট এর মতো একটি পেইজ ওপেন হবে, সেখান থেকে Apply now অপশনটিতে ক্লিক করুন।

Apply now এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সমানে দ্বিতীয় স্ক্রিনশট এর মতো আরেকটি পেইজ ওপেন হবে। সেখান থেকে ভিসার ধরন নির্বাচন করুন।


ভিসার ধরন নির্বাচন করার পর সেখানে Overview নামের একটি অপশন চালু হবে সেখানে ক্লিক করুন এবং সেখান থেকে Download forms এই অপশন-টি-তে ক্লিক করে নিন।
Download forms এই অপশনটিতে ক্লিক করার পরবর্তীতে আপনার সামনে,নিচের স্ক্রিনশট এর মতো আরেকটি নতুন পেইজ ওপেন হবে, সেখান থেকে Online application form click here এই লাইনটি থেকে click here লেখাটির উপর ক্লিক করুন।
click here এই লেখাটির উপর ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেইজ ওপেন হবে। সেখান থেকে vai al modulo এই লেখাটির উপর ক্লিক করুন।
আপনি যখনই vai al modulo এই লেখাটির উপর ক্লিক করবেন, তখনি আপনি অনলাইনে ইতালির ভিসার যে আবেদন ফরম রয়েছে তা দেখতে পাবেন। সেখানে ফরমটি আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে নিন।
ফরমটির প্রতিটি ঘর যথাযথ তথ্য দিয়ে পূরণ করে নিশ্চিত হন আপনার দেওয়া প্রতিটি তথ্য সঠিক আছে কি না। তারপর আপনার ফরমটি জমা দিয়ে দিন।
অফলাইনে ইতালি ভিসার জন্য আবেদন করার নিয়ম
অফলাই অর্থাৎ একটি নির্দিষ্ট ভিসা অফিসে গিয়ে ফরম জমা দেওয়ার মাধ্যমে আবেদন করা। এখন প্রশ্ন হল আপনি সৌদি আরবের কোথায় গিয়ে কিভাবে ইতালি ভিসা এর জন্য আবেদন করবেন? তার জন্য নিচে দেওয়া visit বাটনে ক্লিক করুন।
- Visit বাটনে ক্লিক করার পর সেখান থেকে Apply now অপশনটিতে ক্লিক করুন এবং ভিসার ধরন নির্বাচন করুন।
- ভিসার ধরন নির্বাচন করার পর সেখানে Overview নামের একটি অপশন চালু হবে সেখানে ক্লিক করুন এবং সেখান থেকে Download forms এই অপশন-টি-তে ক্লিক করে নিন।
- তখনই আপনার সামনে নিচে দেওয়া স্ক্রিনশট এর মতো একটি পেইজ ওপেন হবে।
সেখানে Download Forms এর নিচে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন;
- Online application form click here.
- Download manual application form for Riyadh & Khobar only click here.
- Download manual application form for Jeddah only click here.
এই তিনটি অপশন থেকে লাস্ট দুইটি অপশনে সৌদি আরব থেকে ইতালি ভিসা এর আবেদন করার যে অফিস রয়েছে, তার ঠিকা এবং ফরম ডাউনলোড করার লিংক রয়েছে। সেখান থেকে click here লেখার উপর ক্লিক করে আপনার সুবিধা অনুযায়ী যেকোনো একটি অফিসের ফরম ডাউনলোড করে তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে ইতালি ভিসার আবেদন ফরম জমা দিতে পারেন।

আবেদন ফরম ডাউনলোড
আপনি যদি সরাসরি ইতালির ভিসা’র আবেদন ফরম ডাউনলোড করে নিতে চান তাহলে নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে কাঙ্ক্ষিত ফরমটি ডাউনলোড করে নিতে পারেন।
ইতালি ভিসা ফি কত
ইতালির ভিসা’র জন্য আবেদন করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ফি জমা দিতে হয়।এইক্ষেত্রে অফিশিয়ালি ভাবে এই ফি কত টাকা জমা দিতে হবে। সাধারণত ভিসার ধরন অনুযায়ী ইতালি ভিসা ফি ভিন্ন হয়ে থাকে। যেমন;
- Tourist বা Business শেনজেন স্বল্পমেয়াদী ভিসা এর ক্ষেত্রে প্রায় ৮০ ইউরো জমা দিতে হবে। যা বাংলার টাকা প্রায় ১১ হাজার ৪৫০ টাকা।
- Work বা Study দীর্ঘমেয়াদী ভিসার ক্ষেত্রে প্রায় ১১৬ ইউরো জমা দিতে হয় যা বাংলার টাকা প্রায় ১৬ হাজার ৫৭০ টাকা।
তাছাড়া VFS সার্ভিস চার্জ হিসেবে প্রায় ২৫ থেকে ৩০ ইউরো জমা দিতে হবে।আর এটা মনে রাখবেন ভিসার ফি কখনো ফেরতযোগ্য নয়, এমনকি ভিসা বাতিল হলেও।
ইতালি ভিসা প্রসেসিং হতে কত দিন লাগে
ইতালি ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হতে সাধারণত ১০ থেকে ৩০ কার্যদিবসের মতো সময় লেগে থাকে। তবে ছুটির দিন, নথিপত্রের ত্রুটি বা অতিরিক্ত যাচাইয়ের কারণে অনেক সময় তা আরো বেশি লাগতে পারে।
ইতালি ভিসা চেক করার নিয়ম
আপনি যদি ইতালির ভিসা’র আবেদন কার্য সম্পূর্ণ করে ফেলেন, তাহলে তার পরবর্তী কাজ হচ্ছে ইতালি ভিসা চেক করার মাধ্যমে ভিসার স্ট্যাটাস জেনে নেওয়া। আর এই কাজটি আপনার হাতে থাকা ফোন থেকে খুব সহজেই করে নিতে পারবেন।তা কিভাবে করবেন তার বিস্তারিত নিচে আর্টিকেল-টি থেকে জেনে নিতে পারবেন।
জেনে নিন: ইতালি ভিসা চেক করার নিয়ম
আজকের এই আর্টিকেলে থেকে অবশ্যই আপনি ইতালি ভিসা আবেদন থেকে ভিসা চেক করা অব্দি সকল তথ্য সম্পর্কে জেনে নিতে পেরেছেন।
আমাদের লক্ষ্য বিদেশ ভ্রমণ এর ক্ষেত্রে সকল-কে প্রতারকের প্রতারণা থেকে সচেতন করা। তাই বিদেশ ভ্রমণের পূর্বে পাসপোর্ট, ভিসা,পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল এবং অন্যান্য যাবতীয় তথ্য সম্পর্কে নিজে জেনে নিন। তার জন্য আপনি আমাদের ওয়েবসাইট ভিত্তি পোস্ট গুলো নিয়মিত পড়ুন।
আমাদের প্রতিটি পোস্ট সহজ এবং বিশ্লেষণ মূলক। যা আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন। এবং আপনার পাসপোর্ট, ভিসা,পুলিশ ক্লিয়ারেন্স এর মতো সকল বিষয়াদির যাবতীয় সমস্যা নিজেই সমাধান করে নিতে পারবেন।
SSC এবং HSC এর সকল ইংলিশ পিডিএফ শীট পেতে নিচে দেওয়া ওয়েবসাইট-টি ভিজিট করুন।
Visit Now: ajkerarticle.com