pakistan visa fee for bangladeshi

pakistan visa fee for bangladeshi অর্থাৎ বাংলাদেশিদের জন্য পাকিস্তানের ভিসা ফি, কত? গত এক বছরে পাকিস্তান ভ্রমণের জন্য বাংলাদেশি নাগরিকদের ভিসা সংক্রান্ত নিয়ম-নীতি ও ফি নিয়ে বড় কিছু পরিবর্তন এসেছে পাকিস্তান সরকার। এই নীতিতে কিছু ভিসা বাংলাদেশী নাগরিকদের জন্য সম্পূর্ণ ফ্রি ঘোষণা করা হয়েছে। 

বাংলাদেশী নাগরিকদের জন্য কোন কোন ভিসা ফ্রী এবং কোন ভিসার জন্য, ফি কত দিতে হবে তার বিস্তারিত তথ্য জানতে এই আর্টিকেলটি বিস্তারিত পড়ুন।

pakistan visa fee for bangladeshi

pakistan visa fee for bangladeshi বাংলাদেশী নাগরিকদের জন্য পাকিস্তান সরকার কিছু ক্যাটাগরির ভিসা fee সম্পূর্ণ মওকুফ করেছে অর্থাৎ আপনি চাইলেই এই ক্যাটাগরির ভিসা একদম ফ্রি তে নিতে পারবেন। তবে অন্যান্য ক্যাটাগরির ভিসার জন্য নির্দিষ্ট ফি পেমেন্ট করতে হবে।

যে সব ভিসা ফ্রি-তে পাবেন

ভিসা ক্যাটাগরিমেয়াদভিসা ফি
Tourist/Visit e-Visa)স্বল্পমেয়াদীFree
Business Visaবিভিন্ন মেয়াদের জন্যFree

ভিসা ফি মওকুফ করা হয়েছে, এর মানে এই নয় যে ভিসা লাগবে না। ভিসা আবেদন করা এবং পাকিস্তান প্রবেশের জন্য ভিসা পাওয়া বাধ্যতামূলক। আপনি চাইলে অনলাইনে ই-ভিসা জন্য আবেদন করতে পারবেন খুব সহজে।কিভাবে আবেদন করবেন তা জেনে নিতে নিচের আর্টিকেলটি পড়ুন।

জেনে নিন: বাংলাদেশ থেকে পাকিস্তান ভিসা আবেদন করার নিয়ম

পাকিস্তান কোন ধরনের ভিসার ফি কত

pakistan visa fee for bangladeshi অর্থাৎ বাংলাদেশীর জন্য পাকিস্তান ভিসার ফি কত। ভিসা ফি সমূহ;

ভিসা ক্যাটাগরিভিসা ফি
ভিজিট/পর্যটন ভিসা
(সিঙ্গেল এন্ট্রি)
2450 BDT
ভিজিট/পর্যটন ভিসা
মাল্টিপল এন্ট্রি
4580 BDT
ওয়ার্ক/বিজনেস ভিসা
সিঙ্গেল এন্ট্রি
12216 BDT
ট্রানজিট ভিসা
স্বল্পমেয়াদী
24433 BDT

প্রতিদিনের ভিসা ফি এর আপডেট কিভাবে জানবেন

সকল প্রকার ভিসা ফি ডালার মূল্যের উপর নির্ভর করে। ডলার এক্সচেঞ্জ রেট কম হলে ভিসার ফি কম হবে। তাই প্রতি দিনের ভিসা ফি এর আপডেট জানতে visa.nadra.gov.pk ওয়েবসাইট ভিজিট করুন।

ভিসা প্রসেসিং টাইম ও অন্যান্য খরচ

ই-ভিসা অনুমোদনের ক্ষেত্রে সাধারণত ২৪ থেকে ৭২ ঘন্টা বা সর্বোচ্চ কয়েক কর্মদিবসের মধ্যে সকল কার্যক্রম সম্পূর্ণ হয়ে থাকে। তবে আপনার কোনো প্রকার নিরাপত্তা যাচাই থাকলে তাতে সময় বাড়তে পারে। 

তবে আপনার ভিসা ফি শূন্য হলেও সার্ভিস ফি, ব্যাংক চার্জ, অ্যাপসেন্ট চার্জ বা দূতাবাস-অফিস-সার্ভিস চার্জ লাগতে পারে, এছাড়া এজেন্ট বা ট্রাভেল-সার্ভিসের সার্ভিস চার্জ আলাদা ভাবে আপনাকে দিতে হবে। তার জন্য আবেদন করার সময় পেমেন্ট স্ক্রিনে সব খরচ চেক করে নিন।

পাকিস্তান ভিসা নিয়ে সাধারণ কিছু FAQ

বাংলাদেশিরা কি ভিসা ফ্রি পাবে? হ্যাঁ! বাংলাদেশ থেকে আবেদন করলে নীতি অনুসারে পর্যটক ও ব্যবসায়িক অনলাইন ই-ভিসায় কোন প্রকার ফি লাগবে না। তবে এই তালিকা সব ক্যাটাগরি অন্তর্ভুক্ত নয়। 

অনলাইন আবেদন কোথায় করতে হবে? তার জন্য Pakistan Online Visa System এর সরকারি ওয়েবসাইট (visa.nadra.gov.pk)ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজে ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া অন্যান্য বেসরকারি ওয়েবসাইটেও খুব সহজে আবেদন করে নিতে পারবেন এইক্ষেত্রে সর্তকতা অবলম্বন করা ভালো।

ভিসা কিভাবে চেক করবো? এই ক্ষেত্রেও (visa.nadra.gov.pk) ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজে আপনার ভিসা চেক দিতে পারেন। তাছাড়া নিচের আর্টিকেল টি থেকে জেনে নিন কিভাবে ভিসা চেক দিতে হবে। 

জেনে নিন:পাকিস্তান ভিসা চেক কিভাবে করতে হয়

সকল দেশের ভিসার প্রতিদিনের খবরা খবর পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিত্তিক পোস্ট পড়ুন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 2 =

Scroll to Top