আগারগাঁও পাসপোর্ট অফিস সম্পর্কে যাবতীয় তথ্য

পাসপোর্ট সংক্রান্ত যেকোন রকমের তথ্য জেনে নেয়ার জন্য কিংবা ঢাকার আশেপাশে আপনি যদি পাসপোর্ট সংক্রান্ত যেকোন রকমের তথ্য জমা দিতে চান, তাহলে সে ক্ষেত্রে প্রয়োজন হয় পাসপোর্ট অফিস। এক্ষেত্রে ঢাকার অধিবাসীরা আগারগাঁও পাসপোর্ট অফিস ব্যবহার করে থাকেন।

আগারগাঁও পাসপোর্ট অফিস একটি জনপ্রিয় পাসপোর্ট অফিস। এই পাসপোর্ট অফিসের মাধ্যমে আপনি ভিসা এবং পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় সহায়তা পেতে পারেন।

এবং পাসপোর্ট অফিস অত্যাধিক বড় হওয়ার কারণে নতুন হিসেবে এই পাসপোর্ট অফিসের কোন জায়গায় কিরকম এ তথ্য পাওয়া যায় সেটি সম্পর্কে জেনে নিতে হয়।

সেজন্য, আপনি যদি আগারগাঁও পাসপোর্ট অফিস সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে নিতে চান, তাহলে সেই সম্পর্কিত তথ্য এই আর্টিকেল থেকে সংগ্রহ করে নিতে পারবেন।

আগারগাঁও পাসপোর্ট অফিস ঠিকানা কোথায়?

সর্বপ্রথম যে বিষয়টি জেনে নিতে হয় সেটি হল আগারগাঁও পাসপোর্ট অফিসের আসল ঠিকানা কোথায় অর্থাৎ কোথায় গেলে আপনি পাসপোর্ট অফিস খুঁজে পাবেন?

আগারগাঁও পাসপোর্ট অফিসের ঠিকানা নিচে তুলে ধরা হলো:

E7, Agargaon Shere-E-Bangla Nagar, Dhaka 1207
ই-৭, আগারগাঁও , শের-ই-বাংলা নগর , ঢাকা-১২০৭

উপরে যে লোকেশন দেয়া হয়েছে, সেখানে চলে গেলে আপনি এই পাসপোর্ট অফিস পেয়ে যাবেন।

এছাড়াও আপনি চাইলে আরও কয়েকটি ভিন্ন উপায়ে পাসপোর্ট অফিসে চলে যেতে পারবেন। বিভিন্ন লোকেশন থেকে আপনি যদি পাসপোর্ট অফিসে যেতে চান, তাহলে নিম্নলিখিত উপায় সেখানে যেতে পারবেন।

  • LGED রোড দিয়ে এলে Department of Immigration & Passports অফিস থেকে কমপক্ষে ৪ মিনিটের হেটে গেলে এর মধ্যেই পেয়ে যেতে পারেন, আগারগাঁও পাসপোর্ট বা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস আগারগাঁও।
  • এছাড়াও, যদি আপনি আগারগাঁও চৌরাস্তা বাস স্ট্যান্ডে নামেন। তাহলে BTRC রোডের দিকে ৫/৬ মিনিটের পথ গেলেই পাবেন Passport office bus stop. এখান থেকে ডান পাশে আগারগাঁও পাসপোর্ট অফিস স্বচক্ষে দেখতে পারবেন।
  • মিরপুর রোড দিয়ে এলে BTRC Bus stand হয়ে শের ই বাংলা নগর থানা মসজিদ থেকে এগিয়ে গেলেই  Agargaon passport office বাস স্ট্যান্ড দেখতে পারবেন এবং তারপর এখানে নামলে পাসপোর্ট অফিস নজরে আসবে।
  • এছাড়াও আপনি যদি TSC দিক থেকে পাসপোর্ট অফিসে যেতে চান, তাহলে আপনাকে RAB 2 office হয়ে আগারগাঁও পাসপোর্ট অফিসে পৌঁছাতে হবে। 

মূলত বিভিন্ন লোকেশন থেকে আপনি যদি পাসপোর্ট অফিসে চলে আসতে চান, তাহলে উপরে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে সেখানে চলে আসতে পারেন।

আগারগাঁও পাসপোর্ট অফিসের যোগাযোগের ঠিকানা

এছাড়াও আপনি যদি আগারগাঁও পাসপোর্ট এর পূর্বে থেকে যোগাযোগ করতে চান, তাহলে যে সমস্ত ঠিকানায় যোগাযোগ করতে পারেন সেই সম্পর্কিত তথ্য নিচে তুলে ধরা হলো।

উপরে যে সমস্ত মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস এবং ওয়েবসাইটের লিংক দেয়া হয়েছে সেই সমস্ত উপায়ে আপনি চাইলে আগারগাঁও পাসপোর্ট অফিসের সাথে সম্পৃক্ত হতে পারবেন।

বা পাসপোর্ট প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারবেন। তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার লোকেশন থেকে সেখানে চলে আসার পদ্ধতি সম্পর্কে তথ্যও জেনে নিতে পারবেন।

পাসপোর্ট অফিসে কোথায় কি কাজ করে? বিল্ডিংয়ের তলা ভিত্তিক সমাধান

যেহেতু এই পাসপোর্ট অফিস বাংলাদেশ অন্যতম একটি বৃহৎ পাসপোর্ট অফিস। সে জন্য একজন নতুন ভিজিটর হিসেবে আপনাকে সেখানে গেলে বেগ পোহাতে হতে পারে।

অর্থাৎ একজন নতুন ব্যবহারকারী হিসেবে আপনি যদি এই পাসপোর্ট অফিসে যান তাহলে এই পাসপোর্ট অফিসে দিশা খুঁজে পাবেন না। সেক্ষেত্রে, পূর্বে থেকে এই পাসপোর্ট অফিসের যাবতীয় তথ্য সম্পর্কে জেনে নেয়ার প্রয়োজন রয়েছে।

এই পাসপোর্ট অফিসের বিল্ডিংয়ের তলা ভিত্তিক, কোথায় কি কাজ হয়? সে সংক্রান্ত তথ্য জেনে নিতে চাইলে নিচে থেকে সেটি জেনে নিতে পারেন।

১ম তলা

এক্ষেত্রে আপনি যদি সর্বপ্রথম পাসপোর্ট অফিসের প্রথম তলায় থাকেন, তাহলে এই প্রথম তলা বিভিন্ন কক্ষ থেকে আপনি যে রকম সুযোগ-সুবিধা পাবেন সেগুলো নিচে তুলে ধরা হলো

  • কক্ষ নং- ১০১ / অনলাইনে NID/BRC/GO/NOC/SOC যাচাই কেন্দ্র ও প্রি এবং বায়ো এনরোলমেন্ট সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন।
  • কক্ষ নং- ১০২- এই কক্ষে মহিলাদের জন্য আবেদন পত্র জমা দেয়ার সুবিধা রয়েছে।
  • কক্ষ নং- ১০৩ – এই কক্ষে পুরুষদের জন্য আবেদনপত্র জমা দেয়া হয়।
  • কক্ষ নং- ১০৪ – আবেদনপত্র যাচাই বাছাই কেন্দ্র হিসেবে এই কক্ষটি নির্বাচিত।
  • কক্ষ নং- ১০৫- পাসপোর্ট সংক্রান্ত তথ্য অনুসন্ধান কেন্দ্র হিসেবে কক্ষ নম্বর ১০৫ থেকে সেবা নিতে পারবেন।

২য় তলা

এছাড়াও আগারগাঁও পাসপোর্ট অফিসের দ্বিতীয় তলায় আপনি যে সমস্ত সুযোগ সুবিধা পাবেন, সেগুলো নিচে তুলে ধরা হলো।

  • কক্ষ নং ২০১- এই কক্ষটি পাসপোর্ট বিতরণ শাখা হিসেবে পরিচিত। পূর্বপাশের সিরিজ থেকে টোকেন নিতে পারে, এবং তার পরে পাসপোর্ট বিতরণ করতে পারে।
  • কক্ষ নং ২০২- এই কক্ষটিও সহকারি পরিচালক কিংবা AD এর প্রধান কক্ষ।
  • কক্ষ নং ২০৩- এছাড়াও পাসপোর্ট দিস্পাচ শাখা হিসেবে কক্ষ নং ২০৩ -এ সেবা দেয়া হয়ে থাকে।

৩য় তলা

  • কক্ষ নং ৩০১- এখান থেকে পাসপোর্ট এর পরই এনরোলমেন্ট সেবা তথ্য সংগ্রহ করতে পারবেন।
  • কক্ষ নং ৩০৩- এটি হলো উপ-প্রকল্প পরিচালক এর কক্ষ।
  • কক্ষ নং ৩০৪- ডাটা সেন্টার ( ইনভেস্টিগেশন সেল, সাধারনের প্রবেশ নিশেষ)
  • কক্ষ নং ৩০৫- পাসপোর্ট রি ইস্যু কিংবা এনরোলমেন্ট করার জন্য এই কক্ষে প্রবেশ করতে পারেন।
  • কক্ষ নং ৩০৭- আবেদনপত্রের সিরিয়াল প্রধান।

৪র্থ তলা

  • কক্ষ নং ৪০১- পাসপোর্ট অফিসের ছবি হিসেবে রুমটি পরিচিত।
  • কক্ষ নং ৪০২- এই রুমটি হলো সহকারী পরিচালকের।
  • কক্ষ নং ৪০৩- বায়ো এনরোলমেন্ট সংক্রান্ত সেবা পাওয়ার জন্য এই কক্ষতে যেতে পারেন। ( GO/NOC )
  • কক্ষ নং ৪০৪- মহিলাদের জন্য বায়ো এনরোলমেন্ট সেবার জন্য এই কক্ষটি রয়েছে।
  • কক্ষ নং ৪০৫- পুরুষদের জন্য বায়ো এনরোলমেন্ট।

৫ম তলা

  • কক্ষ নং ৫০১- সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট যাচাই করার জন্য এই কক্ষে যেতে পারেন।
  • কক্ষ নং ৫০২- এই কক্ষটিও হলো সহকারী পরিচালক।
  • কক্ষ নং ৫০৩- এই কক্ষটি ডক স্ক্যান শাখা হিসেবে পরিচিত।
  • কক্ষ নং ৫০৪- মহিলাদের জন্য বায়ো এনরোলমেন্ট সুবিধার জন্য ।
  • কক্ষ নং ৫০৫- এছাড়াও পুরুষদের জন্য বায়ো এনরোলমেন্ট এর জন্য।

৬ষ্ঠ তলা

আপনি যদি পাসপোর্ট অফিসের পরিচালক সহকারী পরিচালক হিসাব ও প্রশাসন শাখা এবং তথ্য সংশোধন করার জন্য শাখা অনুসন্ধান করে থাকেন তাহলে আগারগাঁও পাসপোর্ট অফিসের ষষ্ঠ তলায় আসতে পারেন।

  • কক্ষ নং ৬০১- পরিচালক
  • কক্ষ নং ৬০২- পিএ ( পরিচালক )
  • কক্ষ নং ৬০৩- সহকারি পরিচালক
  • কক্ষ নং ৬০৪- হিসাব ও প্রশাসন শাখা
  • কক্ষ নং ৬০৫- পাসপোর্টের যেকোন রকমের তথ্য সংশোধন করার জন্য কক্ষ নং ৬০৬ যেতে পারেন তথ্য সংশোধন। ( Passport correction and Justufication)
  • কক্ষ নং ৬০৬- এছাড়াও ভিআইপিদের ওয়েটিং রুম হিসাবে এই কক্ষটিও বরাদ্দ রয়েছে।
  • কক্ষ নং ৬০৭- ষ্টোর রুম
  • কক্ষ নং ৬০৮- সহকারি পরিচালক

৭ম তলা

  • কক্ষ নং ৭০১- রেকর্ড শাখা
  • কক্ষ নং ৭০২- SB ও নোটিং শাখা
  • কক্ষ নং ৭০৩- উপ সহকারী পরিচালক

৮ম তলা

  • কক্ষ নং ৮০১- রেকর্ড রুম

৯ম তলা

  • কক্ষ নং ৯০১- কক্ষ নং ৯০১ রুমটি কনফারেন্স রুম হিসেবে পরিচিত।

আগারগাঁও পাসপোর্ট অফিস সংক্রান্ত বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর (FAQs)

আগারগাঁও পাসপোর্ট অফিস কোথায় অবস্থিত?

আগারগাঁও পাসপোর্ট অফিস ঢাকা জেলায় অবস্থিত। এবং এই পাসপোর্ট অফিসের আসল ঠিকানা হলো: E-7, Agargaon Shere-E-Bangla Nagar, Dhaka 1207
ই-৭, আগারগাঁও , শের-ই-বাংলা নগর , ঢাকা-১২০৭

আগারগাঁও পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার কোনটি?

আগারগাঁও পাসপোর্ট অফিসে যোগাযোগ করার জন্য তাদের মোবাইল নাম্বার রয়েছে, সেটি হল: “01733 – 393 323”. এই মোবাইল নাম্বারে কল করার মাধ্যমে পাসপোর্ট সংক্রান্ত তথ্য জেনে নিতে পারবেন৷

আগারগাঁও পাসপোর্ট অফিস কোন দিন বন্ধ থাকে?

আগারগাঁও পাসপোর্ট অফিস প্রতি সপ্তাহের শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে। এবং বাকি পাঁচ দিন খোলা থাকে।

তবে কোনো কারণে বন্ধের তারিখ বেশি হলে সেটি নোটিশ করে জানিয়ে দেয়া হয়।

6 thoughts on “আগারগাঁও পাসপোর্ট অফিস সম্পর্কে যাবতীয় তথ্য”

  1. আসসালামু আলাইকুম। আমি ৬ মাস আগে পাসপোর্ট বানাতে দিয়েছি কিন্তু আমি এখনো পাসপোর্ট হাতে পাইনি। কুয়ালালামপুর হাই কমিশন বলে এখনো পাসপোর্ট আসেনি ঢাকা থেকে। পাসপোর্ট এর কারনে আমি অবৈধ হয়ে যাচ্ছি । প্লিজ আমার পাসপোর্ট কুয়ালালামপুর হাইকমিশনে পাঠিয়ে দিন

  2. আমি – ROKIB MOROL
    আমার দুটি পাসপোর্ট একটিভ একটি পাসপোর্ট বাতিল করার জন্য চিঠি জমা দেওয়া আছে বিগত ৫মাস হয়ে গেছে কিন্তু আমার পাসপোর্ট আসেনি
    আমার জেলা সাতক্ষীরা খুলনা
    বিভাগ
    — আমার চিঠি নং ১৩৫
    (আমার ডেলিভারি সিলিপ নং=4232-000100859

  3. d,sahidul islam says:
    স্যার আমি একটা পাসপোর্ট করেছিলাম 5/3/2023 সালে কিন্তু সামান্য একটু ভুলের কারনে পাসপোর্ট sent for rework হয়ে য়ায৷ সেই ভুল গুলো এডি স্যারের কথামতো যেমন পুলিশ ক্লিয়ারেন্স ডিএজবি ক্লিয়ারেন্স NID ভেরিফাই কপি সব কাগজ এডিস্যার দেখে বুঝে সই ছিল দিয়ে ঢাকা আগার গাতে জমা দিতে বলে তারপর সেটা জমা দেওয়া হয় আজ দেড়মাস কোন রেজাল্ট এখনো হয়নি sent for rework আছে দয়া করে জানাবেন আর কতদিন লাগতে পারে না এটা আর হবেই না জানালে উপকার হয়

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × four =

Scroll to Top