দুবাই ভিসা চেক করা আজকের দিনে খুবই সহজ একটি বিষয়। যা আপনি হাতে থাকা মোবাইল দিয়ে অফিসিয়াল অনলাইন ওয়েবসাইট ব্যবহার করে নিজেই নিজের ভিসা স্ট্যাটাস, মেয়াদ, এন্ট্রি পারমিট বা রেসিডেন্স কার্ডের বৈধতা এক মুহূর্তেই দেখে নিতে পারেন। এই কাজগুলো আপনি কিভাবে করবেন তা খুব সহজ ভাবে নিচে ধাপে ধাপে প্রতিটি ক্ষেত্র তুলে ধরা হয়েছে।
আর দেরিনাকরে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে জেনে নিন কিভাবে দুবাই ভিসা চেক করেতে হয়। এবং আপনি নিজেই কারুর সহযোগিতা ছাড়া নিজের ভিসা স্ট্যাটাস নিজেই দেখে নিন।
আর্টিকেলের ভিতরে যা থাকছে
দুবাই ভিসা চেক করার মাধ্যম সমূহ
দুবাই ভিসা চেক করার ক্ষেত্রে অনলাইনে অসংখ্য ওয়েবসাইট রয়েছে।সেই ওয়েবসাইট গুলোর মধ্যে আপনি কোন ওয়েবসাইট ব্যবহার করবেন? আর সেই ওয়েবসাইট আপনার ভিসা চেক করার ক্ষেত্রে কতটুকু নির্ভর যোগ্য।সেইক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি নির্ভর যোগ্য ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
কেননা অনলাইনে অসংখ্য আন-অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে। যার দ্বারা আপনি প্রতারিত হতে পারেন। তাই বুঝেশুনে আপনি নির্ভর যোগ্য অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন। আপনি অনলাইনে দুবাই ভিসা চেক করার ক্ষেত্রে দুইটিন ভিন্ন অফিশিয়াল ওয়েবসাইট পেয়ে থাকবেন। যা ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার দুবাই ভিসা চেক করে নিতে পারবেন।যেমন ;
ICA/ICP ওয়েবসাইটে [https://icp.gov.ae]
GDRFA ওয়েবসাইটে [https://www.gdrfad.gov.ae]
এই দুইটি ওয়েবসাইট ব্যবহার করে আপনি কিভাবে আপনার দুবাই ভিসা চেক করবেন তার প্রতিটি ক্ষেত্র ধাপে ধাপে নিচে দেখানো হয়েছে। তাই সম্পূর্ণ নিবন্ধনটি পড়ে আপনার ইচ্ছে অনুসারে যেকোনো একটি ওয়েবসাইট ব্যবহার করে আপনার দুবাই ভিসা চেক করে নিন।
ICA/ICP ওয়েবসাইটে পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক
সর্বপ্রথম আপনাকে যে কাজটি করেতে হবে তা’হলো ICA বা ICP ওয়েবসাইটে প্রবেশ করার জন্য, নিচে নিম্নলিখিত যে check অপশন আছে সেখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
আপনি যখন check বাটনে ক্লিক করবেন, তখন নিচে দেওয়া স্ক্রিনশট এর মতো একটি পেইজ ওপেন হবে। সেখান থেকে Public Services এই অপশনটিতে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেইজ ওপেন হবে সেখান থেকে File Validity এই অপশনটিতে ক্লিক করবেন। তা নিচে দেওয়া দ্বিতীয় স্ক্রিনশট থেকে দেখে নিতে পারেন File Validity এই অপশনটি কোথায় পাবেন।


পরবর্তীতে আপনার সামনে আরেকটি পেইজ ওপেন, সেখানে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রতিটি ঘর ফিলাপ করে CAPTCHA বা নিরাপত্তা কোড লিখে সাবমিট বাটনে ক্লিক করার পরই আপনি আপনার ভিসার বর্তমান স্ট্যাটাস বা অবস্থা দেখতে পারবেন। তবে একটি বিষয় মনে রাখবেন আপনি যেহেতু পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করছেন সেক্ষেত্রে নিচে দেওয়া স্ক্রিনশট এর মতো পাসপোর্ট অপশন-টি সিলেক্ট করে নিবেন।

ICA/ICP ওয়েবসাইটে ভিসা নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক
আপনি যদি শুধু ভিসা নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করে নিতে চান।তাহলে আপনাকে বেশি কিছু করতে হবে না শুধু File Validity এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে যে পেইজ ওপেন হবে সেখান থেকে ভিসা অপশনটি সিলেক্ট করে নিতে হবে। ঠিক নিচে দেওয়া স্ক্রিনশট এর মতো।

GDRFA ওয়েবসাইটে দুবাই ভিসা চেক
- প্রথমে, GDRFA-Dubai-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেন।
- সেখান থেকে “Public Services” বা “Enquiry” সেকশনে যান।
- তারপর পরবর্তী পেইজে গিয়ে “Visa Validity” অথবা “File Status” অপশনটি নির্বাচন করুন।
- সেখানে আপনার ভিসা নম্বর এবং জন্ম তারিখ লিখে ঘরগুলো পূরণ করুন।
- আপনার পাসপোর্ট নম্বর এবং জাতীয়তা নির্বাচন করুন।
- নিরাপত্তা কোড বা ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করুন।
- শেষ ধাপে”Submit” বা “Search” বাটনে ক্লিক করুন।
ভিসা স্ট্যাটাস আসার পর কোটার মানে কি বুঝবেন
ভিসা চেক করার সময় আপনি বিভিন্ন স্ট্যাটাস দেখতে পারেন, সেইক্ষেত্রে আপনি যে স্ট্যাটাস -টি দেখবেন তার মানে কি? তা বুঝতে কোন স্ট্যাটাস দ্বারা কি বুঝায় তা দেখে নিন:
- Active/Valid: এই লেখাটির মানে আপনি বুঝে নিবেন আপনার ভিসা সক্রিয় এবং বৈধ। আপনি এই ভিসা ব্যবহার করে দুবাই ভ্রমণ করতে পারবেন।
- Cancelled : এর মানে আপনার ভিসা বাতিল হয়ে গেছে। এর কারণ হতে পারে আপনি একটি নতুন ভিসার জন্য আবেদন করেছেন অথবা আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।
- Expired: এর আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।
- Under Process: এই মেসেজটির মানে আপনার ভিসার আবেদন এখনো প্রক্রিয়াধীন।
উপরুক্ত আর্টিকেল থেকে আপনি দুবাই ভিসা চেক কিভাবে করতে হয় তা জেনে নিতে পেরেছেন। আমরা চেষ্টা করেছি সহজ ভাবে আপনাকে দুবাই ভিসা চেক সম্পর্কিত সকল বিষয়ে অবগত করতে।আর আশা করি তা পেরেছি।
যেকোনো দেশের ভিসা সম্পর্কিত বা পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় জটিলতা কিভাবে সমাধান করবেন তাও আপনার মোবাইল ফোন ব্যবহার করে সেই সংক্রান্ত সকল তথ্য জানতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভাবে ভিজিট করুন অথবা আমাদের ওয়েবসাইট এর ই-মেইল এড্রেসে আপনার মতামত জানিয়ে দিন।
জেনে নিন: সকল দেশের ভিসা চেক করার নিয়ম
আর আপনি যদি SSC বা HSC সকল প্রকার pdf শীট পেতে চান তাহলে আমাদের নতুন ওয়েবসাইট আজকের আর্টিকেল(ajkerarticle) ভিজিট করে আপনার প্রয়োজনীয় শীট টি সংগ্রহ করে নিতে পারেন।