সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম (A to Z)

সিঙ্গাপুরে ভ্রমণ, কাজ বা স্থায়ীভাবে বসবাসের জন্য আপনি যে কারণেই জান’না কেননা? আপনাকে যে কাজটি প্রথম করতে হবে তা হলো ভিসা বা পাস-এর জন্য আবেদন।আর আবেদন করার পরই আপনি অবশ্যই জানতে চাইবেন আপনার আবেদন ফরম কোন পর্যায় রয়েছে।সেটি আপনি কিভাবে জানবেন।আপনি কোনো প্রকার জটিলতা ছাড়াই খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে ঘরে বসেই আপনার সিঙ্গাপুর ভিসা চেক করে, তা কোন পর্যায় আছে তা জেনে নিতে পারবেন।

আপনি কিভাবে মোবাইল ফোন দিয়ে সিঙ্গাপুর ভিসা চেক দিবেন? তার জন্য কোন ওয়েবসাইটে জেতে হবে? এবং ওয়েবসাইটে গিয়ে কিভাবে শুধু পাসপোর্ট নাম্বার বা ভিসা এপ্লিকেশন নাম্বার দিয়ে আপনার ভিসার স্ট্যাটাস জানবেন। আজকে সকল কিছু একসাথে এই আর্টিকেলে থেকে দেখে নিতে পারবেন। 

আর দেড়ি না করে সম্পূর্ণ আর্টিকেল-টি পড়ে জেনে নিন কিভাবে সিঙ্গাপুর ভিসা চেক দিতে হয় এবং নিজের ভিসা স্ট্যাটাস নিজেই চেক দিন।

সিঙ্গাপুর ভিসা চেক

সিঙ্গাপুর ভিসা চেক দিতে আপনাকে প্রথমে যে কাজ-টি করতে হবে তা হলো অনলাইন থেকে সিঙ্গাপুর সরকারি ভিসা চেক করার যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করতে হবে।কেননা অনলাইনে অসংখ্য আন-অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে যেখানে প্রবেশ করার মাধ্যমে আপনি স্ক্রিমের শিকার হতে পারেন।

অফিশিয়াল ওয়েবসাইট গুলো আপনি কোথায় পাবেন? তার জন্য আপনাকে অন্য কোথায় যেতে হবে না। আমাদের এই আর্টিকেলে-ই ওয়েবসাইট লিংক দেওয়া আছে। সেখান থেকে দেখে নিতে পারবেন।

যে যে ওয়েবসাইটে ভিসা চেক দিতে পারবেন

সিঙ্গাপুর ভিসা চেক করার ক্ষেত্রে আপনি ভিন্ন দুইটি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।যেমন;

উপরোক্ত দুটি ওয়েবসাইট-ই অফিশিয়াল ওয়েবসাইট। আপনি চাইলে যেকোনো একটি ওয়েবসাইট ব্যবহার করে আপনার ভিসা চেক দিতে পারেন। ওয়েবসাইটে গিয়ে আপনি কিভাবে আপনার ভিসা চেক দিবেন? তার প্রতিটি ক্ষেত্র খুব সহজেই নিচে ধাপে ধাপে দেখানো হয়েছে।

আর যেহেতু সিঙ্গাপুর ভিসা চেক করার ক্ষেত্রে ভিন্ন দুটি ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। সেইক্ষেত্রে মনে রাখবেন দুটি ওয়েবসাইটে ভিসা চেক করার পদ্ধতিও ভিন্ন। তাই দেখে নিন কোন ওয়েবসাইটে কিভাবে ভিসা চেক দিবেন।

MOM ওয়েবসাইটে ভিসা চেক

MOM ওয়েবসাইটে ভিসা চেক করতে হলে প্রথমে আপনাক যে কাজটি করতে হবে তাহলো নিম্নলিখিত লিংকটি-তে ক্লিক করতে হবে।

 

 

আপনি যখন উপরোক্ত লিংকটি-তে ক্লিক করবেন তখন আপনি সিঙ্গাপুর ভিসা চেক করার যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করবেন। সেখানে প্রবেশ করার পর আপনি নিম্নলিখিত স্ক্রিনশট এর মতো একটি পেইজ দেখতে পাবেন সেখান থেকে Check work pass and application status এই অপশটি-তে ক্লিক করবেন এবং আপনার সামনে যে পেইজ ওপেন হবে সেখানে আপনি Select your language নামে একটি পেইজ দেখতে পাবেন, সেখান থেকে আপনার সুবিধামতো একটি language সিলেক্ট করে নিবেন। language সিলেক্ট করার পরই আপনার সামনে আরেকটি নতুন পেইজ ওপেন হবে সেখান থেকে তৃতীয় স্ক্রিনশটে দেখানো Start এই অপশনটিতে ক্লিক করবেন।

সিঙ্গাপুর ভিসা চেক
সিঙ্গাপুর ভিসা চেক
সিঙ্গাপুর ভিসা চেক

আপনি যখনই Start এই অপশনটিতে ক্লিক করবেন তখনই আপনার সামনে সিঙ্গাপুর ভিসা চেক করার যে মূল পেইজ রয়েছে তা দেখতে পাবেন।ঠিক নিচের স্ক্রিনশট এর মতো। সেখান থেকে আপনি যদি পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেজ করে নিতে চান তাহলে পাসপোর্ট অপশন-টি সিলেক্ট করে নিন।এবং সেখানে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রতিটি ঘর পূরণ করুন। তারপর সেখানে থাকা সাবমিট বাটনে ক্লিক করুন।

সিঙ্গাপুর ভিসা চেক

আপনি যখনই submit বাটমে ক্লিক করবেন তখনই আপনি আপনার ভিসার বর্তমান অবস্থা দেখতে পাবেন।

ICA ওয়েবসাইটে সিঙ্গাপুর ভিসা চেক

প্রথম ওয়েবসাইটে আপনার ভিসা চেক দিতে যদি কোনো প্রকার জটিলতা দেখা দেয় সেইক্ষেত্রে দ্বিতীয় ওয়েবসাইট থেকেও আপনি ভিসা চেক করে নিতে পারবেন।

এই কাজটি আপনি কিভাবে করবেন? ঠিক আগের ওয়েবসাইট এর মতো আপনাকে নিম্নলিখিত লিংকটি ক্লিক করতে হবে। তার জন্য নিচে দেওয়া check অপশনটিতে ক্লিক করুন।

 

 

আপনি যখনই check এই অপশনটিতে ক্লিক করবেন তখন নিম্নলিখিত স্ক্রিনশট এর মতো একটি পেইজ ওপেন হবে। সেখানে তিন লাইন যে অপশন থাকবে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে যে তালিকা আসবে সেখান থেকে CHECK STATUS/MAKE APPOINTMENT এই অপশনটি-তে ক্লিক করে নিন।এই অপশনটি কোথায় পাবেন তা দ্বিতীয় স্ক্রিনশট থেকে দেখে নিন।

সিঙ্গাপুর ভিসা চেক
সিঙ্গাপুর ভিসা চেক

আপনি যখনি CHECK STATUS/MAKE APPOINTMENT এই অপশনটিতে ক্লিক করবেন তখন আপনার সামনে যে পেইজ ওপেন হবে সেখান থেকে Entry Visa নামে অপশনটি-তে ক্লিক করুন। Entry Visa এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সমানে নতুন আরেকটি পেইজ ওপেন হবে সেখান থেকে Enquire Application Status এই অপশনটিতে ক্লিক করে ফেলুন।ক্লিক করার পরই আপনার সামনে সিঙ্গাপুর ভিসা চেক করাত যে মূল পেইজ রয়েছে তা দেখতে পাবেন।আর সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রতিটি ঘর পূরণ করে next বাটমে ক্লিক করুন। ক্লিক করার পরই আপনার তথ্য সঠিক হলে আপনি আপনার ভিসার স্ট্যাটাস দেখতে পাবেন।

সিঙ্গাপুর ভিসা চেক
সিঙ্গাপুর ভিসা চেক
সিঙ্গাপুর ভিসা চেক

বিশ্বের সকল দেশের ভিসা, পাসপোর্ট সংক্রান্ত সকল তথ্য জানতে ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন এবং নিজের ভিসা বা পাসপোর্ট এর সকাল প্রকার জটিলতা নিজে-ই কিভাবে সমাধান করবেন, তা জেনে নিন।

দুবাই ভিসা কিভাবে চেক দিতে হয়, তা জানতে নিচের আর্টিকেল-টি পড়ুন এবং কিভাবে দুবাই ভিসা চেক দিবেন তা জেনে নিন।

জেনে নিন: দুবাই ভিসা চেক করার নিয়ম

আর আপনি যদি SSC বা HSC এর সকল প্রকার ইংলিশ পিডিএফ শীট পেতে চান তাহলে আমাদের নতুন ওয়েবসাইট আজকের ajkerarticle ভিজিট করে আপনার প্রয়োজনীয় শীট টি সংগ্রহ করে নিতে পারেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seven − 3 =

Scroll to Top