পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক

আপনি যদি শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করে নিতে চান তাহলে এই আর্টিকেল থেকে তা চেক করে নিতে পারবেন। এই আর্টিকেলে আমরা ধাপে ধাপে দেখাবো কীভাবে পাসপোর্ট নাম্বার ব্যবহার করে খুব সহজেই কাতারের ভিসা স্ট্যাটাস চেক করতে হয়, সেইক্ষেত্রে কোন ধরনের তথ্য লাগবে, কোন সমস্যা হলে তা কীভাবে সমাধান করবেন সেই সমস্ত তথ্যের বিস্তারিত।

আর কাতারে যাওয়ার আগে বা ভিসা আবেদন করার পরে অবশ্যই আপনার ভিসার স্ট্যাটাস জানা খুবই গুরুত্বপূর্ণ। সেই কাজটি শুধু আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে, পাসপোর্ট নাম্বার ব্যবহার করে জেনে নিতে পারবেন এবং তার সাথে ভিসা অনুমোদন, প্রিন্টিং বা ইনভাইটেশন সংক্রান্ত তথ্যও দেখে নিতে পারবেন।

আর দেরি না করে সম্পূর্ণ আর্টিকেল-টি পড়ে শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করে ফেলুন এবং জেনে নিন আপনার ভিসার স্ট্যাটাস।

কাতারের ভিসা চেক করেতে কি কি লাগে

আমরা আর্টিকেল এর শুরুতেই বলেছি শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করে নিতে পারবেন। এখন যদি আপনি অন্যান্য তথ্যের মাধ্যমে কাতারের ভিসা চেক করেতে চান সেইক্ষেত্রে আপনা যে তথ্য লাগবে তা হলো;

  • আবেদনকারীর পাসপোর্ট নাম্বার 
  • আবেদনকারীর ভিসা নাম্বার 
  • এবং আবেদনকারীর জাতীয়তার তথ্য 

আপনি চাইলে পাসপোর্ট নাম্বার অথবা ভিসা নাম্বার ব্যবহার করে আপনার ভিসার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করতে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো নিম্নলিখিত লিংক টি ভিজিট করে নিতে হবে। তার জন্য আপনি নিচে দেওয়া Check বাটনে ক্লিক করুন।

 

 

নিম্নলিখিত লিংক ভিজিট করার পরে নিচে দেওয়া স্কিন সট এর মতো একটি পেইজ ওপেন হবে এবং সেখান থেকে Inquiries অপশনে ক্লিক করুন। তারপর আপনার সামনের আরেকটি পেইজ ওপেন হবে সেখান থেকে Visa Services অপশনটিতে ক্লিক করুন। অতঃপর আপনার সামনে আরেকটি নতুন পেইজ ওপেন হবে সেখান থেকে Visa Inquiry and Printing অপশনটিতে ক্লিক করুন।

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক

আপনি যখন উপরের স্কিন সট এর মতো Visa Inquiry and Printing অপশনটি পর্যন্ত ক্লিক করে ফেলবেন,অতঃপর আপনার সামনে সর্বশেষ ধাপে নিচের নিম্নলিখিত স্কিন সট এর মতো আরেকটি পেইজ ওপেন হবে। এবং সেখানে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে, সবশেষে জাতীয়তা বাংলাদেশী সিলেক্ট করে ক্যাপচা পূরণ করতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করার পরই আপনি আপনার ভিসার বর্তমান স্ট্যাটাস দেখে নিতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক

ভিসা নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক

তাছাড়া আপনি যদি পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক না করে ভিসা নাম্বার দিয়ে আপনার ভিসার স্ট্যাটাস চেক করতে চান, তাহলে নিম্ন লিখিত স্কিন সট এর মতো ভিসা অপশন সিলেক্ট করে, সেখানে ভিসা নাম্বার দিয়ে ক্যাপচার পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করার পরই আপনি আপনার ভিসার স্ট্যাটাস দেখে নিতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক

কোন ধরনের সমস্যা হলে কাতারের ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন না

যে ধরনের সমস্যা কারণে অনেক সময় আপনার ভিসার স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে জটিলতা তৈরি করে তা হলো;

  • ভুল তথ্য দেওয়া
  • ভিসা এখনো ইস্যু হয়নি বা প্রসেসে আছে
  • ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া
  • ভিসা বাতিল হওয়া
  • টাইপিং ভুল (Typing Mistake)
  • ওয়েবসাইট/সার্ভার সমস্যা
  • ইন্টারনেট সমস্যা বা ব্রাউজার ইস্যু

আপনি যদি পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক ব্যতীত অন্য সকল দেশের ভিসা অনলাইনে চেক দিতে চান তাহলে নিচের নিম্নলিখিত আর্টিকেল থেকে বিশ্বের সকল দেশের ভিসা চেক করে নিতে পারবেন।

জেনে নিন : অনলাইনে সকল দেশের ভিসা চেক

আর আপনি যদি SSC এবং HSC এর সকল ধরনের ইংলিশ পিডিএফ শীট পেতে চান তাহলে আমাদের নতুন ওয়েবসাইট আজকের আর্টিকেল ভিজিট করে আপনার প্রয়োজনীয় শীট ডাউনলোড করে ফেলুন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 + fifteen =

Scroll to Top