ভিসার জন্য আবেদন করার পর আবেদনকারীর জন্য সবচেয়ে উদ্বেগজনক বিষয়গুলোর একটি হল, আমার আবেদন এখন কোথায় আছে? ভিসার কী স্ট্যাটাস দেখাচ্ছে?” আজকের এই নিবন্ধে আমি ধাপে ধাপে সহজ ভাষায় বলব কীভাবে অনলাইনে ও অফলাইনে আপনি ওমান ভিসা চেক করবেন, সাধারণ স্ট্যাটাসগুলির অর্থ কী, প্রসেসিং টাইম কিভাবে দেখবেন এবং সমস্যা হলে কী করবেন, তার বিস্তারিত তথ্য।
তাছাড়া এই নিবন্ধনের মাধ্যমে আপনি ওমানের ভিসা কিভাবে চেক করবেন তা দেখার পাশাপাশি আপনি তা কোথায় থেকে চেক করবেন তাও জেনে নিতে পারবে।
আপনি যদি ওমানের ভিসার জন্য আবেদন করে থাকেন তাহলে আর দেরি না করে এখনি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে জেনে নিন কিভাবে ওমান ভিসা চেক করতে হয় । আর আপনি নিজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনার ওমান ভিসা চেক করে নিন।
আর্টিকেলের ভিতরে যা থাকছে
ওমান ভিসা চেক করেতে যা যা লাগবে
- Visa Application Number বা অ্যাপ্লিকেশন রেফারেন্স।
- Passport / Travel Document Number।
- এবং Document’s Nationality (জাতীয়তা)।
উপরুক্ত তথ্য গুলো যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে এই তথ্যগুলোর মাধ্যমে আপনার ভিসার বর্তমান স্ট্যাটাস দেখে নিতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ভিসা চেক
আপনি যদি শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ভিসা চেক করে নিতে চান তাহলে সর্বপ্রথম নিম্নলিখিত লিংক ভিজিট করুন।
নিম্নলিখিত লিংকটি ভিজিট করার পর নিচে দেওয়া স্ক্রিনশট এর মতো,আপনার সামনে একটি পেইজ ওপেন হবে। সেখান থেকে Electronic visa services বা Order online and check order status অপশনটিতে ক্লিক করুন।

আপনি যখনই উপরে দেওয়া স্ক্রিনশটে দেখানো অপশনটিতে ক্লিক করবেন ঠিক তখনই আপনার সমানে নিম্নলিখিত স্ক্রিনশট এর মতো আরেকটি পেইজ ওপেন হবে সেখান থেকে Track visa application status এই অপশনটিতে ক্লিক করুন ।

আপনি যখন দ্বিতীয় স্ক্রিনশটে দেখানো Track visa application status অপশনটিতে ক্লিক করবেন তার পরই আপনার ওমান ভিসা চেক করার যে মূল পেইজ রয়েছে তা দেখতে পাবেন। ঠিক নিম্নলিখিত স্ক্রিনশটের মতো।

উপরের স্ক্রিনশট এর মতো যে পেইজ আপনার সামনে ওপেন হবে, সেখানে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রতিটি ঘর ফিলাপ করে CAPTCHA বা নিরাপত্তা কোড লিখে সাবমিট বাটনে ক্লিক করার পরই আপনি আপনার ভিসার বর্তমান স্ট্যাটাস বা অবস্থা দেখতে পারবেন।
যেমন প্রথম ঘরে Electronic Form Number লিখবেন। দ্বিতীয় ঘরে পাসপোর্ট নাম্বার এবং তৃতীয় ঘরে ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে ক্যাপচার কোড বসিয়ে সাবমিট বাটমে ক্লিক করবেন।
Electronic form number কি
আপনার ভিসার আবেদন ফর্ম পূরণ করে, তা জমা দেওয়ার পর আপনাকে একটি “Electronic Form Number” দেওয়া হয়। মূলত এটি আপনার Electronic Form Number” যা আপনি নিচের স্ক্রিনশটে দেখে নিতে পারেন।

আশা করি এতো সময়ে আপনি কিভাবে ওমান ভিসা চেক করে নিতে তা জেনে নিতে পেরেছেন।
আপনি যদি ওমান ভিসা চেক সহ আরো অন্যান্য দেশের ভিসা চেক এবং পাসপোর্ট সম্পর্কিত কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ওয়েবসাইট এর ই-মেইল এড্রেসে আপনার মতামত জানিয়ে দিবেন। আর আমরা প্রতিনিয়ত আপনাদের ভিসা এবং পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় জটিলতা কিভাবে সহজেই ঘরে বসেই আপনি সমাধান করেবেন তা নিতে কাজ করে থাকি।
পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত সকল তথ্য নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
আর আপনি যদি SSC বা HSC এর সকল প্রকার ইংলিশ pdf শীট পেতে চান তাহলে আমাদের নতুন ওয়েবসাইট আজকের আর্টিকেল ভিজিট করে আপনার প্রয়োজনীয় শীট-টি সংগ্রহ করে নিতে পারেন।
বিশ্বের সকল দেশের ভিসা কিভাবে চেক করেতে হয়,তা জানতে নিচের আর্টিকেল থেকে জেনে নিতে পারেন।
জেনে নিন: সকল দেশের ভিসা চেক