সফলভাবে একটি পাসপোর্ট আবেদন করে নেয়ার পরে, আপনার হাত অবধি পাসপোর্ট আসার আগ অব্দি বিভিন্ন রকমের ভেরিফিকেশন সংক্রান্ত জটিলতার মধ্যে পড়ে। এর মধ্যে থেকে অন্যতম একটি ধাপ হল, “Passport shipped”. পাসপোর্ট আবেদন করার পরে আপনি যখন পাসপোর্ট স্ট্যাটাস যাচাই করবেন তারপরে যখন আপনি, Passport shipped স্ট্যাটাসটি দেখতে পারবেন, তখন এর মানে আপনি কি বুঝবেন?
Passport shipped বলতে কি বুঝায়? এবং একই সাথে, Passport shipped স্ট্যাটাসটি চলে যেতে কত দিন সময় লাগতে পারে, এই সম্পর্কিত তথ্য এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন।
আর্টিকেলের ভিতরে যা থাকছে
Passport shipped বলতে কি বুঝায়?
পাসপোর্ট স্ট্যাটাস যাচাই করার সময় আপনি যদি, Passport shipped দেখেন, তাহলে এর দ্বারা আপনাকে বুঝতে হবে: আপনার পাসপোর্ট নির্দিষ্ট পাসপোর্ট অফিসে চলে এসেছে।
Passport shipped এর মানে হলো: আপনার পাসপোর্ট আগারগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ডাকযোগের মাধ্যমে, যে পাসপোর্ট অফিসে আপনি আবেদন করেছেন, সেই পাসপোর্ট অফিসে চলে এসেছে।
অর্থাৎ বিষয়টিকে আরো সহজভাবে বলতে গেলে এটা বলতে হবে যখন আপনার পাসপোর্ট এর সমস্ত প্রক্রিয়ার কাজ শেষ হয়ে যাবে তারপরে ডাকযোগে আপনার যে পাসপোর্ট রয়েছে, সেটি নির্দিষ্ট পাসপোর্ট অফিসে চলে আসবে।
এবং যখন এই সমস্ত প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে এবং একই সাথে আপনার পাসপোর্ট যখন নির্দিষ্ট পাসপোর্ট অফিসে চলে আসবে তখন আপনি, Passport shipped স্ট্যাটাসটি দেখতে পাবেন।
Passport shipped স্ট্যাটাসটি কতদিন থাকবে?
খুবই স্বাভাবিকভাবে, Passport shipped স্ট্যাটাসটি সর্বনিম্ন তিন কর্ম দিবসের মধ্যে চলে যেতে পারে। তবে আপনি কি ধরনের পাসপোর্ট আবেদন করেছেন, অর্থাৎ আপনার পাসপোর্ট আবেদনের ধরন সেটি আর্জেন্ট নাকি রেগুলার সেটির উপর ভিত্তি করে এটি কম বেশি হতে পারে।
তবে রেগুলার পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে এই স্ট্যাটাসটি তিন কর্ম দিবস সময়ের মধ্যে পরিসমাপ্ত হতে পারে। তবে অনেক ক্ষেত্রে এটি যদি এর চেয়ে দুই এক দিন বেশি সময় নেয়, তাহলে চিন্তা করার কোন কারণ নেই।
কারণ এটি তিন কর্ম দিবসের চেয়ে বেশি সময় নিয়েছে এর মানে এটা নয় যে আপনার পাসপোর্ট আবেদনে কোন রকমের সমস্যা রয়েছে, বরং এর মানে এটাই দাঁড়ায় যে আপনার পাসপোর্টে কোন রকমের সমস্যা নেই এটি বিতরণের জন্য প্রায় প্রস্তুত হয়ে গেছে।
সে ক্ষেত্রে তিন কর্ম দিবসের চেয়ে বেশি সময় নিলে চিন্তা করার কোনো কারণ নেই। এটি সর্বোচ্চ সাতকর্ম দিবসের মধ্যে অবশ্যই সম্পন্ন হয়ে যাবে।
কারণ বিভিন্ন কারণে এই স্ট্যাটাসটি চলে যেতে বেশি সময় লাগতে পারে, এর মধ্যে থেকে অন্যতম কিছু কারণ হলো:
- কোন সরকারি ছুটির কারণে সময় বেশি লাগতে পারে।
- নির্দিষ্ট পোস্ট অফিসে আসার পরে যদি সেটি সংগ্রহ করতে বেশি সময় লাগে কিংবা আপনার পাসপোর্ট এর যে প্যাকেট রয়েছে সেই প্যাকেটটি খুলে দেখতে বেশি সময় লাগে, তাহলে এই স্ট্যাটাসটি যেতে একটু বেশি সময় লাগতে পারে।
- এছাড়া অনেক সময় দেখা যেতে পারে ঢাকার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে এটি চলে আসবে কিন্তু কম্পিউটার এন্ট্রি না দেয়ার কারণে কিংবা স্ট্যাটাস পরিবর্তন না করার কারণে, এখানে সেটি পরিবর্তিত স্ট্যাটাস আকারে দেখাবে না।
এর মানে একটাই, এখানে আপনার কোন সমস্যার কারণে এটি আটকে যাবে না। সে ক্ষেত্রে কোন রকমের চিন্তার কোন কারণ নেই।
এছাড়াও জেনে নিন: পাসপোর্ট ডেলিভারি ডেট কবে সেটি দেখার নিয়ম