QC Succeed Ready For Dispatch এর অর্থ কি?

যখন আপনি পাসপোর্ট আবেদন ক তখন পাসপোর্ট আবেদন করে আপনার হাত অব্দি চলে আসার পূর্বে অনেকগুলো ধাপ পাড়ি দেয়। এবং সে ক্ষেত্রে আপনি যখন পাসপোর্ট আবেদন যাচাই করেন তখন বিভিন্ন স্ট্যাটাস দেখতে পান যার মধ্যে অন্যতম হলো: QC Succeed Ready For Dispatch এর অর্থ কি?

অর্থাৎ পাসপোর্ট এর আবেদন যাচাই করার সময় আপনার সামনে হয়তোবা অনেকগুলো ভিন্ন ভিন্ন পাসপোর্ট স্ট্যাটাস দেখা দিতে পারে এবং কালের পরিক্রমায়, এ সমস্ত স্ট্যাটাসের মধ্যে থেকে অন্যতম একটি স্ট্যাটাস আপনার নজরে আসতে পারে সেটি হল QC Succeed Ready For Dispatch.

আর্টিকেল থেকে আপনি বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন, QC Succeed Ready For Dispatch এর অর্থ কি? এবং এই স্ট্যাটাস যদি আপনি পাসপোর্ট আবেদন যাচাই করার সময় দেখতে পান তাহলে আপনি কি বুঝবেন।

QC Succeed Ready For Dispatch এর অর্থ কি?

পাসপোর্ট আবেদন যাচাই করে নেওয়ার সময় আপনি যদি, QC Succeed Ready For Dispatch দেখতে পান তাহলে এর সঠিক বাংলা অর্থ হলো: আপনার পাসপোর্ট প্রিন্ট হয়ে গেছে এবং এটি আপনার আঞ্চলিক অফিসে প্রেরণের জন্য প্রস্তুত হয়ে আছে। 

অর্থাৎ এই বিষয়টিকে আরো সহজ ভাবে বলতে গেলে এটা বলতে হবে আপনি যখন পাসপোর্ট আবেদন করেছিলেন পাসপোর্ট আবেদন করার পরে থেকে আপনার হাত অব্দি চলে আসার আগ পর্যন্ত বিভিন্ন রকমের কার্যক্রম সম্পন্ন হয়।

এবং ইলেকট্রনিক পদ্ধতিতে যে সমস্ত ধাপ একে একে সম্পন্ন হয় তার মধ্যে থেকে অন্যতম একটি ধাপ হলো, আপনার পাসপোর্ট প্রিন্ট করা এবং তারপরে সেটি ভালোভাবে যাচাই করে নেয়ার পরে সেটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রেরণ করা।

কারণ, পাসপোর্ট এর প্রিন্ট মূলত ঢাকা থেকে করা হয়, এবং তারপরে সমস্ত কিছু যাচাই বাছাই করে নেয়ার পরে সেটি আপনি যে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট আবেদন করেছেন সেই আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলে আসে।

এবং যখনই এই প্রক্রিয়াটি চলতে থাকে তখন আপনি QC Succeed Ready For Dispatch এই স্ট্যাটাসটি দেখতে পান।

QC Succeed Ready For Dispatch স্ট্যাটাস দেখানোর কতদিন পরে পাসপোর্ট হাতে পাব?

যদি আপনি একবার এই স্ট্যাটাসটি দেখতে পান অর্থাৎ পাসপোর্ট স্ট্যাটাস যাচাই করার সময় আপনি যদি, QC Succeed Ready For Dispatch এই স্ট্যাটাসটি দেখেন, তাহলে এই স্ট্যাটাসটি দেখার পরে সর্বোচ্চ সাত দিনের মধ্যে আপনি পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন।

আশা করি, QC Succeed Ready For Dispatch এর বাংলা অর্থ কি কিংবা এই স্ট্যাটাসটি যদি আপনি পাসপোর্ট যাচাই করার সময় দেখেন তাহলে এর দ্বারা কি বুঝবেন সেই সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিতে পেরেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × four =

Scroll to Top