অনলাইনে ভিসা চেক করার নিয়ম – (প্রত্যেকটি দেশের)

আপনি যদি অনলাইনে মাধ্যমে সকল দেশের ভিসা চেক করে নিতে চান, সে ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে যেকোনো দেশের ভিসা চেক করে নেয়ার উপায় কি হতে পারে?

অনলাইনের মাধ্যমে খুব সহজে পাসপোর্ট নাম্বার দিয়ে, যে কোন দেশের ভিসা চেক করে নেয়ার জন্য, কি রকমের কাজ সম্পন্ন করতে হবে কিংবা কিভাবে আপনি এই কাজটি সম্পন্ন করতে পারবেন?

অনলাইনের মাধ্যমে যেকোনো দেশের ভিসা চেক করে নেয়ার জন্য এই আর্টিকেলটি শেষপর্যন্ত থেকে নিতে পারেন।

অনলাইনে ভিসা চেক করার নিয়ম

আপনি যদি অনলাইনে ভিসা চেক করে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে, যেকোনো একটি দেশ সিলেক্ট করে নিতে হবে যে এদেশের অনলাইনে ভিসা আপনি চেক করে নিতে চান।

অর্থাৎ বর্তমান সময়ে বিভিন্ন দেশের ভিসা সমূহকে চেক করে নেয়ার জন্য তাদের নিজস্ব অনলাইন পোর্টাল রয়েছে। যেগুলোর মাধ্যমে আপনার তথ্য দেয়ার মাধ্যমে ভিসা চেক করার কাজ সম্পন্ন করা যায়।

সেক্ষেত্রে, উদাহরণস্বরূপ আপনি যদি সৌদি আরবের ভিসা চেক করে নিতে চান, সে ক্ষেত্রে আপনি চাইলে নিম্নলিখিত লিংকে ভিজিট করার মাধ্যমে আপনার তথ্য দিয়ে চেক করে নিতে পারেন।

এক্ষেত্রে যখনই উপরে উল্লেখিত লিংকে ভিজিট করবেন তখন নিম্নলিখিত স্ক্রিনশটের মত একটি পেজ ওপেন হবে। যেখানে আপনাকে আপনার নির্দিষ্ট তথ্য দিয়ে বক্সগুলো ফিলাপ করে নিতে হবে।

অনলাইনে ভিসা চেক করার নিয়ম - (প্রত্যেকটি দেশের)

এক্ষেত্রে তথ্য হিসেবে আপনার পাসপোর্ট নাম্বার, আপনার জাতীয়তা এবং আপনি কোন ভিসায় সেইদেশে ভ্রমণ করেছেন সেই ভিসা সংক্রান্ত তথ্য দেয়ার পরে, সিকিউরিটি কোশ্চেন সলভ করে সার্চ বাটনে ক্লিক করলে ভিসা চেক করে নেয়ার কাজ সম্পন্ন হয়ে যাবে।

যখনই প্রত্যেকটি তথ্য দিয়ে দিবেন এবং তারপরে সার্চ বাটনে ক্লিক করে দিবেন তার পরবর্তী পেজে আপনার ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন।

অনলাইনে ভিসা চেক করার নিয়ম - (প্রত্যেকটি দেশের)

উপরে উল্লিখিত উপায়ে আপনি চাইলে সৌদি আরবের ভিসা যাচাই করে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন আপনার ভিসার বর্তমান অবস্থা কি রয়েছে, অথবা আপনার ভিসা পুরোপুরিভাবে একটিভ রয়েছে কিনা।

ওমানের ভিসা চেক

এছাড়াও আপনি যদি ওমানের বাসিন্দা হয়ে থাকেন এবং ওমানের ভিসা চেক করে নিতে চান, সেক্ষেত্রে কাজটি কিভাবে সম্পন্ন করবেন?

অনলাইনের মাধ্যমে ওমানের ভিসা যাচাই করে নেওয়ার জন্য সর্বপ্রথম নিম্নলিখিত লিংকে ভিজিট করতে হবে।

যখনই উপরিউল্লিখিত লিংকে ভিজিট করবেন তখন আপনার কাছে যে পাসপোর্ট নাম্বার রয়েছে, সে পাসপোর্ট নাম্বার দেয়ার মাধ্যমে ভিসা যাচাই করে নেয়ার কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন৷

দুবাই ভিসা চেক

এছাড়াও আপনি যদি দুবাই ভিসা চেক করার নিয়ম সংক্রান্ত তথ্য জেনে নিতে চান এবং অনলাইনে মাধ্যমে দুবাইয়ের ভিসা যাচাই করে নিতে চান, তাহলে সেই কাজটি কিভাবে করবেন?

অনলাইনের মাধ্যমে দুবাইয়ের ভিসা যাচাই করে নেওয়ার জন্য সর্বপ্রথম কাজ হিসেবে আপনাকে নিম্নলিখিত লিংকে ভিজিট করতে হবে।

যথারীতিভাবে যখনই আপনি উপরে উল্লেখিত লিংকে ভিজিট করবেন, তখন একই রকমভাবে পাসপোর্ট নাম্বার দেয়ার মাধ্যমে ভিসা যাচাই করে নেয়ার কাজ সম্পন্ন করতে পারেন।

অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক

এছাড়া আপনি যদি মালয়েশিয়ার ভিসা যাচাই করে নিতে চান সেক্ষেত্রে মালয়েশিয়া ভিসা যাচাই করে নেওয়ার জন্য, আপনাকে সর্বপ্রথম নিম্নলিখিত লিংকে ভিজিট করতে হবে।

যখনই, উপরে উল্লেখিত লিংকে ভিজিট করবেন তখন একইরকমভাবে পাসপোর্ট নাম্বার দেয়ার মাধ্যমে ভিসা যাচাই করে নেয়ার কাজ সম্পন্ন করে নিতে পারবেন।

ইন্ডিয়ান ভিসা যাচাই

এছাড়াও আপনি যদি ইন্ডিয়ান ভিসা যাচাই করে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল নিম্নলিখিত লিংকে ভিজিট করতে হবে।

উপরে উল্লেখিত লিংকে ভিজিট করার পরে নির্দিষ্ট তথ্য দিয়ে বক্স ফিলাপ করে তারপরে ভিসা সংক্রান্ত তথ্য দেখে নিতে পারবেন।

সকল দেশের অনলাইনে ভিসা যাচাই করার নিয়ম

এভাবে যদি একটি একটি করে দেশের, নাম বলে তারপরে ভিসা যাচাই করার বিষয়টিকে তুলে ধরা হয় সেক্ষেত্রে বিষয়টি অনেক জটিলতম দেখাতে পারে।

কিংবা এটি অনেকের কাছে বোরিং এর কারণ হতে পারে। সেজন্য আপনি যদি একসাথে প্রায় প্রত্যেকটি দেশের অনলাইনে ভিসা চেক করার ওয়েব পোর্টাল লিংক জেনে নিতে চান, তাহলে সেই সংক্রান্ত তথ্য নিচে থেকে জেনে নিতে পারেন।

দেশের নামভিসা চেক করার লিংক
বাংলাদেশ www.moi.gov.bd
সৌদি আরব, https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData
দুবাইhttps://cutt.ly/zBXRklg
কাতার https://cutt.ly/dBXRo1b
ওমানেরhttp://www.rop.gov.om/
সিঙ্গাপুরhttps://www.mom.gov.sg/check-wp
নেপাল http://www.moic.gov.np/
পাকিস্তান http://www.moitt.gov.pk/
ভূটান www.molhr.gov.bt/
ভারতhttp://labour.nic.in/
ভারতীয় ভিসা আবেদনwww.indianvisaonline.gov.in/visahttp://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
শ্রীলংকা http://www.labourdept.gov.lk/
থাইল্যান্ড www.mfa.go.th
মালদ্বীপwww.mhrys.gov.mv/
মায়ানমার www.mol.gov.mm/
সৌদি আরব http://www.moi.gov.sa/
কুয়েত www.moi.gov.kw
বাহরাইন www.mol.gov.bh
আবুধাবী ( দুবাই)http://www.mol.gov/
দুবাইhttp://www.mol.gov.ae/arabic/newindex.aspxhttp://www.mol.gov.ae/english/newindex.aspx
বাহরাইনhttp://www.markosweb.com/www/mol.gov.sa/
সংযুক্ত আরবআমিরাতhttp://www.mol.gov.ae/ownersservices/employeeCredential.aspx
ওমানhttp://www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
ইরান http://www.irimlsa.ir/en
কানাডাhttp://www.huembwas.org
কানাডা www.labour.gov.on.ca/english/
কানাডাhttp://www.cic.gc.ca/english/index.asp
কোরিয়া www.moel.go.kr/english
জাপান www.mhlw.go.jp/english/
ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
মালয়েশিয়া www.mohr.gov.my
ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
তানজানিয়াwww.tanzania.go.tz
মিশর http://www.moiegypt.gov.eg/english/
সাইপ্রাস http://moi.gov.cy/
আলবেনিয়া http://www.moi.gov.al/
জামবিয়া http://www.moi.gov.gm/
জর্দান http://www.moi.gov.jo/
কেনিয়া www.labour.go.ke/
গ্রীস http://www.mddsz.gov.si/en
দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
গানাhttp://www.ghana.gov.gh/
কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
বারবাডোস www.labour.gov.bb/
সাইপ্রাস http://www.mfa.gov.cy/
ভিয়েতনামenglish.molisa.gov.vn/
নিউজিল্যান্ড www.dol.govt.nz/
নামিবিয়া www.mol.gov.na/
লেবানন http://www.labor.gov.lb/
পোল্যান্ড www.mpips.gov.pl/en
বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en
আমেরিকা www.dvlottery.state.gov/ESChttp://www.dol.gov/
স্পেন www.mtin.es/en
ইউক্রেইন http://www.mlsp.gov.ua/
উগান্ডা http://www.mglsd.go.ug/
প্যালেস্টাইনwww.mol.gov.ps/
ব্রুনাই http://www.labour.gov.bn/
ইয়ামেন http://www.dol.gov/
নেদারল্যান্ড http://english.szw.nl/
জামবিয়া www.mlss.gov.zm
অষ্ট্রেলিয়া http://www.workplace.gov.au/
জিমবাবুয়ে http://www.dol.gov/
ফিলিফাইন www.dole.gov.ph/
রাশিয়া http://www.labour.gov.on.ca/
আমেরিকাhttps://www.vfs.org.in/UKG-PassportTracking/
Entry Permithttp://www.moi.gov.ae/

এক্ষেত্রে উপরে যে টেবিল দেয়া হয়েছে সেখানে দেশের নাম অনুযায়ী, ভিসা যাচাই করে নেয়ার জন্য লিংক তুলে ধরা হয়েছে। এসমস্ত লিংকে ক্লিক করার মাধ্যমে আপনি সেই দেশে ওয়েবপোর্টালে চলে যেতে পারবেন।

এবং যখনই যেকোন একটি দেশের ওয়েবপোর্টালে চলে যাবেন, তখন শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার দেয়ার মাধ্যমে সেই দেশের অধিবাসী হিসেবে আপনি আপনার ভিসা যাচাই করে নিতে পারবেন।

অনলাইনে ভিসা চেক নিয়ে প্রশ্ন উত্তর (FAQ)

অনলাইনের মাধ্যমে কিভাবে ভিসা চেক করা যায়?

আপনি যদি অনলাইনে মাধ্যমে যেকোনো দেশের ভিসা চেক করে নিতে চান তাহলে আপনাকে সর্ব প্রথমে যে কাজটি করতে হবে সেটি হল সেই দেশের তৈরিকৃত ওয়েবপোর্টালে ভিজিট করতে হবে।

প্রত্যেকটি দেশের ভিসা চেক করে নেয়ার জন্য তাদের নিজস্ব ওয়েব পোর্টাল রয়েছে। এখানে ভিজিট করার মাধ্যমে ভিসা চেক করে নেয়ার কাজ সম্পন্ন করা যায়।

ভিসা যাচাই করতে কি কি রকমের তথ্য লাগে?

আপনি যদি ভিসা যাচাই করে নিতে চান সেক্ষেত্রে তথ্য হিসেবে আপনার পাসপোর্ট নাম্বার বাধ্যতামূলকভাবে প্রয়োজন হবে। এবং তারপরে, আপনি যে দেশের নাগরিক সেই দেশের নাগরিকত্ব তুলে ধরতে হবে।

এবং সর্বশেষে আপনার ভিসা টাইপ নির্বাচন করতে হবে। ভিসা টাইপ বলতে আপনি কি রকমের ভিসায় সেই দেশে ভ্রমণ করছেন সেটি নির্বাচন করতে হবে।

উদাহরণস্বরূপ, আপনি যদি ভ্রমণ করার জন্যে সেই দেশে পাড়ি জমান সেক্ষেত্রে ভিসা টাইপ হিসেবে ভিজিটর সিলেক্ট করে নিতে হবে। এবং আপনার অন্যান্য কাজের জন্য অন্যান্য রকমের ক্যাটাগরি আপনি সেখানে দেখতে পারবেন।

ভিসা তথ্য না আসলে কি করব?

কোন কারণে যদি ভিসা তত্ত্ব না আসে, সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ এম্বাসিতে যোগাযোগ করতে হবে। যেখান থেকে ভিসা তৈরী করার কাজটি সম্পন্ন করেছেন।

তবে অনেক ক্ষেত্রে নানা রকমের সার্ভার জটিলতার জন্য আপনার ভিসা সংক্রান্ত তথ্য নাও আসতে পারে। সে ক্ষেত্রে ধৈর্যই হলো একমাত্র প্রতিষেধক।

জেনে নিন: পাসপোর্ট রেনু করার খরচ কত? রেনু করার নিয়ম

শেষ কথা: যেকোনো দেশে পাড়ি জমানোর পূর্বে অবশ্যই সেই দেশে আপনার ভিসা যথাযথভাবে তৈরি হয়েছে কিনা সেই সংক্রান্ত তথ্য জেনে নিতে হয়। যেহেতু এটা অনলাইনের মাধ্যমে জেনে নেয়া যায় সেজন্য এটা নিয়ে দুশ্চিন্তার কোন কারণ থাকার কথা নয়।

আর অনলাইনের মাধ্যমে যদি ভিসা যাচাই করে নেয়ার কাজ সম্পন্ন করে নিতে হয়, সে ক্ষেত্রে ফ্রিতে ভিসা যাচাই করে নিতে আপনার কোন রকমের সমস্যা হওয়ার কথা নয়।

আর উপরে তথ্যটি আলোচনা করা হয়েছে, যাতে করে সবার আগে ভিসা যাচাই করে নিতে পারেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six + eighteen =

Scroll to Top